ছোটদের এসএসসি পরীক্ষা শুরু বুধবার

Home Page » সংবাদ শিরোনাম » ছোটদের এসএসসি পরীক্ষা শুরু বুধবার
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৩



psc-exma20131119220346.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে হরতাল বা অবরোধের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচির শঙ্কা মাথায় নিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী।পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে পর্যন্ত চলবে। সারা দেশের মোট ৬ হাজার ৫৬৬টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে রিয়াদ, জেদ্দা, আবুধাবি, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপলী এবং ওমান। এসব কেন্দ্রে মোট ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। উল্লেখ্য, বিগত ৪ বছর পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ বছর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার সময় ৩০ মিনিট বৃদ্ধি করে আড়াই ঘণ্টা করেছে। এছাড়া এবারই প্রথম বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া এ বছরের প্রশ্নে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন যুক্ত করা হয়েছে। ৫ম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ দু’টি পরীক্ষায় এ বছর সারাদেশের মোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনিতে ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা।

মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ১২ লাখ ১৪ হাজার ৯০৯ জন ছাত্র এবং ১৪ লাখ ২০ হাজার ৪৯৭ জন ছাত্রী। আর ইবতেদায়িতে ১ লাখ ৫৭ হাজার ২২৭ জন ছাত্র এবং ১ লাখ ৫৭ হাজার ৫৬০ জন ছাত্রী। এর বাইরে ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৭৩৯ আর ছাত্রী ২ হাজার ৭১৮ জন।

তবে ২০ নভেম্বর থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে কি না তার শঙ্কা নিয়েই শুরু হচ্ছে। চলমান জেএসসি পরীক্ষার মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও সিডিউল বিপর্যয়ের মুখে পড়তে পারে।

হরতালের কারণে গত ৪ নভেম্বরের পরিবর্তে ৭ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি’র ৫টি পরীক্ষার সিডিউল পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়।

সূত্র মতে, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোটের বৈঠক ফলপ্রসু না হলে আগামী সপ্তাহে একটানা ৫ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করতে পারে বিরোধী দল। আর এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মসুচি থাকলে পিছিয়ে যেতে পারে ঐ সময়ের প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষা।

প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বঙ্গনিউজকে বলেন, এরইমধ্যে আমরা সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পাঠিয়ে দিয়েছে। এছাড়া দুর্গম কেন্দ্র হিসাবে চিহ্নিত ১৫৫টি কেন্দ্রে আমরা আজ প্রশাসনের তত্ত্ববধানে প্রশ্নপত্র সরবরাহ করেছি।

তিনি বলেন, ‘গত বছর সমাপনী পরীক্ষার মোট প্রশ্নের ১০ শতাংশ যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন থাকলেও এ বছর আমরা তা বাড়িয়ে ২৫ শতাংশ করেছি। এরইমধ্যে এ প্রশ্নপ্রত্র বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিপ্তর থেকে শুরু করে দেশের সব সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী ইন্সট্রাক্টরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

পরীক্ষার সময় সহিংস রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আমরা পরীক্ষা নিচ্ছি শিশুদের জন্য এবং আমি মনে করি শিশুদের বিষয়টি সবাই বুঝবে। তবে আমাদের কাছে শিশুদের নিরাপত্তা সবার আগে। আমি কোনোভাবেই আমার শিশুকে হুমকির মুখে ফেলে দিতে পারি না।’

তাই কোনো পরীক্ষার মধ্যে হরতালের মতো সহিংস কর্মসূচি থাকলে সেই পরীক্ষার সিডিউল পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে সরকারি ছুটির দিনগুলো বা যে দিনগুলোতে এ ধরনের কর্মসূচি থাকবে না সে সময় ঐ সকল পরীক্ষা নিয়ে নেওয়া হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা সম্পন্ন করার পর আগামী ২৬ ডিসেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫০   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ