সরকারের শেষ সময়ে প্রকল্প অনুমোদনের হিড়িক

Home Page » জাতীয় » সরকারের শেষ সময়ে প্রকল্প অনুমোদনের হিড়িক
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৩



ecnec-bg20131119231030.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মহাজোট সরকারের শেষ মূহুর্তে এসে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাস্তবায়ন মেয়াদের এসব প্রকল্পের অধিকাংশই উত্তরাঞ্চলের মানুষকে নৌকার পালে ভেড়ানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিকল্পনা কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সাড়ে চার বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার লাখ ৭৩ হাজার ৬১৬ কোটি টাকার মোট ৮৬৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

আর জুলাই ২০১৩ থেকে নভেম্বর ২০১৩ এই পাঁচ মাসে ৭৭ হাজার ৫১৪ কোটি টাকার ১২৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের শেষ পাঁচ মাসে অনুমোদন পাওয়া এই ১২৬টি প্রকল্পের সিংহ ভাগই রাজনৈতিক প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর রংপুর জেলায় আধুনিক ক্ষুদ্র সেচ সম্প্রসারণ প্রকল্প, যার মোট ব্যয় ৩৪ কোটি টাকা এবং বাস্তবায়ন মেয়াদ ২০১৭ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে। ৭০০ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদকাল অক্টোবর ২০১৩ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত। এছাড়া, ৬৩০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীর বাজার-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদকাল অক্টোবর ২০১৩ থেকে জুন ২০১৭ সাল নাগাদ ধরা হয়েছে। এছাড়া, চলতি বছরের ৩০ জুলাই প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পকে ব্যাংকে রূপান্তরের নির্দেশ দেন। অনেক অনিয়ম ও দুর্নীতির এ প্রকল্পে গত সাড়ে ৪ বছরে ৩ হাজার ১৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হয়। প্রকল্পটি সাধারণ মানুষকে স্বাবলম্বি করার জন্য গৃহীত হলেও এতে জায়গা করে নিয়েছেন সরকারদলীয় নেতাকর্মী ও প্রকল্পের চেয়ারম্যানের আত্মীয়-স্বজনরা। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, একনেকে কেবলমাত্র অনুমোদনের জন্যই প্রকল্প আসে। এর আগে, সব কাজই স্ব-স্ব মন্ত্রণালয়ে হয়ে থাকে। এসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৬   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ