সাঁথিয়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৩

Home Page » সংবাদ শিরোনাম » সাঁথিয়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৩
সোমবার, ১৮ নভেম্বর ২০১৩



image_3302pic-13.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার আফরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে বেড়া ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেকদিন ধরে উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের আলতাফ হোসেন ও কালু প্রামাণিকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার দুপুরে আবার তারা সংঘর্ষে লিপ্ত হয়। করমজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রহমান শেখ বঙ্গনিউজকে জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৮/১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় আজিবর রহমানের ঘরে আগুন দেওয়া হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে সানোয়ার হোসেন (৪৫) ও আজিজল হোসেনকে (৫০) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আট জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম বঙ্গনিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ