বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের সঙ্গে সম্প্রতি ২০৪ ঘণ্টার হরতালসহ অন্যান্য কর্মসূচি জোটবদ্ধভাবে পালনের পর আবার একক কর্মসূচিতে যাচ্ছে জামায়াত। দলের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সম্ভাব্য রায়, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও দলের নিবন্ধন বাতিলসহ কয়েকটি নিজস্ব ইস্যুতে আন্দোলন প্রশ্নে ১৮ দলীয় জোটের সায় পাওয়া যাবে- এমন ধারণা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জানা গেছে, যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় হবে যে কোনো দিন। এছাড়াও দলের নিবন্ধন বাতিল হওয়ার পূর্ণাঙ্গ রায় ও কাদের মোল্লার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে শিগগিরই। এসব রায় প্রতিকূলে গেলে নিজস্ব ইস্যুতে ফের একক কর্মসূচি দেবে জামায়াত। গত তিন সপ্তাহে তিন দফায় প্রায় ২০৪ ঘণ্টার হরতাল, এর আগে ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশে শোডাউন দেখানোর পাশাপাশি ১৮ দলের বিক্ষোভসহ সকল কর্মসূচিতে সক্রিয় ছিলো জামায়াত শিবির।
এছাড়া হাইকোর্ট কর্তৃক দলের নিবন্ধন বাতিল ও ‘জামায়াত এখন আর নিবন্ধিত রাজনৈতিক দল নয়’ ইসি কমিশনার শাহনেওয়াজের এমন বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। এর আগে এই ইস্যুতে দুইদিন হরতাল ডেকেছিলো তারা।
জামায়াতের নীতি নির্ধারণী কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জোটের বাইরে আপাতত দলের একান্ত ইস্যু ছাড়া পৃথক কোন কর্মসূচি দেওয়ার চিন্তা ছিল না। কিন্তু দলের আমীর নিজামীর রায়, পাশাপাশি কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে শীঘ্রই। এসব ইস্যুতে বিএনপি আগের মতোই নিরব থাকবে এটা ধরে নিয়েই আলাদা কর্মসূচি দেওয়ার পথে এগুচ্ছে জামায়াত।
তবে তত্ত্বাবধায়কসহ অন্যান্য প্রশ্নে চলমান আন্দোলনে যদি সরকার এসব রায় দেয় কিংবা কাদের মোল্লার রায় কার্যকর করে তবে দলের নিজস্ব কর্মসূচিতে জোটের কোন কর্মসূচি না রাখতে বিএনপির প্রতি দাবি জানাবে জামায়াত। পাশাপাশি বিকল্প ভাবনাও ভেবে রেখেছে দলটি। অর্থাৎ জোটের কর্মসূচির ফাঁকে ফাঁকে নিজস্ব ইস্যুকেন্দ্রিক কর্মসূচিও দেবে তারা। জামায়াত নেতাদের অভিযোগ, জোটের আন্দোলন থেকে জামায়াতকে আলাদা রাখতেই সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নিজস্ব ইস্যুগুলো সামনে এনে সেসব আন্দোলন থেকে বিএনপিকে দূরে রাখতে চায়।
তবে দল ও জোটের ইস্যুতে সমন্বয় করে কিংবা এক সঙ্গে বা আলাদাভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে।
জামায়াতের নীতি নির্ধারনী একজন সদস্য না প্রকাশ না করার শর্তে জানান, জোটের আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই দলের নিবন্ধন, কাদের মোল্লা ও নিজামীর রায়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। উদ্দেশ্য দলের জোটের আন্দোলন থেকে জামায়াতকে দূরে রাখা। তাদের ধারণা, জামায়াতের এসব নিজস্ব কর্মসূচিতে অতীতের মতই বিএনপি কোনো কর্মসূচি দেবে না। সেক্ষেত্রে জামায়াত বিএনপির নেতৃত্বে জোটের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। পাশাপাশি দলের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নেও সক্রিয় থাকবে বলে জানান তিনি।
দলের নেতারা জানান, দলের নিবন্ধন ইস্যুতে মাঠে আর কোন কর্মসূচি দেওয়া হবে না। কারণ এটি এখন সম্পূর্ণ আদালতের বিষয়। এই মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘স্টে’ আবেদন ও আপিল করা হবে। সুতারাং বিষয়টি আপিল বিভাগ কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ইস্যুতে কোন কর্মসূচি দেওয়া হবে না। এ ছাড়া কাদের মোল্লাকে হাইকোট কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দু‘দিন হরতাল করলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর কোন কর্মসূচি দেবে না দলটি, এমন আভাস পাওয়া গেছে। কারণ হিসেবে দলটির দাবি, রায় হওয়া আর পূর্ণাঙ্গ রায় প্রকাশ একই কথা। তবে সর্বোচ্চ একদিনের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছে তারা।
তবে সরকার যদি রায় কার্যকর করতে যায়, তবে কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটি। প্রয়োজনে একটানা চারদিন হরতাল দিয়ে সহিংস হয়ে উঠবে দলটির ছাত্র সংগঠন শিবির।
তবে দলটির ধারণা পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর রিভিউ করার সুযোগ থাকবে। সরকার এই রিভিউ করার সুযোগ দেবে বলেও জামায়াত সূত্র জানায়। যদিও রায় প্রকাশ হওয়ার পর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল রিভিউ করা যাবে না বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সরকার এ বিচারের ব্যাপারে যেন কোন প্রশ্ন না থাকে সেজন্য রিভিউ করার সুযোগ দিচ্ছে।
বৃহস্পতিবার কাদের মোল্লার প্রধান আইনজীবী ও দলের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, কাদের মোল্লার রায় কার্যকর করতে সরকারকে চাপ দেওয়া হচ্ছে। তবে কে বা কারা চাপ দিচ্ছে তা স্পষ্ট করেননি তিনি।
এ বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের একজন সদস্য বঙ্গনিউজকে বলেন, সরকারের পতন যখন নিশ্চিত ঠিক তখনই পরিকল্পিতভাবে জোটের আন্দোলন পণ্ড করতে চায় সরকার। এ লক্ষ্যেই সরকার জামায়াতের এসব ইস্যুকে সামনে টেনে আনছে।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২ ৩০৩ বার পঠিত