হবু বধূকে পৌনে ১২ কোটি টাকা উপহার!

Home Page » বিশ্ব » হবু বধূকে পৌনে ১২ কোটি টাকা উপহার!
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩



china-bg20131114220854.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হবু বধূকে নগদ ৮৮ লাখ ৮৮ হাজার ইউয়ান (১৫ লাখ মার্কিন ডলার বা ১১ কোটি ৭১ লাখ টাকা প্রায় ) উপহার দিয়েছেন এক চীনা হবু বর! দেশটির সংবাদ মাধ্যম সাংহাই ডেইলি জানিয়েছে, ১৮ জন ভৃত্যের মাধ্যমে ১০২ কেজিরও বেশি ওজনের বেশ কিছু ঝুটি ও পেটি মুদ্রাভর্তি করে হবু বধূর বাড়িতে পাঠান বরপক্ষের কর্তারা। সঙ্গে ছিল বিয়ের অন্য উপহার সামগ্রীও।

সেসব ঝুড়ি ও পেটি কম্যুনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের ছবি সম্বলিত ১০০ ইউয়ানের কড়কড়ে নোটে ভর্তি ছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়। তবে, এই বিরল উপহারের খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দেশটির জনপ্রিয় মাইক্রোব্লগ ‘ওয়েইবো’তে একজন ব্যবহারকারী লিখেছেন, এটা বিয়ে নয়, একজন আরেকজনকে কিনছেন। যদি তারা দু’জন সত্যিকার অর্থেই দু’জনকে ভালোবাসেন, তবে এ ধরনের অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই। যে বিয়ে অর্থে হয়, তা কি শেষ পর্যন্ত টেকে?- বলেও প্রশ্ন রাখেন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। অবশ্য, এটাকে নিছকই উপহার হিসেবে দেখতে চাইছেন কেউ কেউ! ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে সেই হবু যুগলের নাম প্রকাশ না করলেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলের বাসিন্দা ভবিষ্যৎ যুগলের পরিবার অনেক বিত্তশালী। এই অঞ্চলের ঐতিহ্য অনুযায়ীই হবু বধূকে এই উপহার দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৭   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ