ফুলবাড়িয়া-রামপুরায় জামায়াতের মিছিল-ককটেল-ভাঙচুর

Home Page » প্রথমপাতা » ফুলবাড়িয়া-রামপুরায় জামায়াতের মিছিল-ককটেল-ভাঙচুর
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩



polton-saimon.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ও রামপুরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়িয়া ফ্লাইওভারে নীচ থেকে ৩০-৩৫ জন জামায়াত-শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে বংশালের দিকে যেতে থাকে। মিছিলের খবর পেয়ে পুলিশ পিছন থেকে ধাওয়া দিলে শিবিরকর্মীরাও পাল্টা আক্রমণ করে পুলিশকে। পুলিশ আবার ধাওয়া দিলে কয়েকজন শিবিরকর্মী তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দু’টি গাড়ি ভাঙচুর করে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বঙ্গনিউজকে বলেন, ফুলবাড়িয়ায় জামায়াত-শিবিরকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে আরও অংশ নেয় ঢাকা মহানগর পূর্ব শিবিরের সভাপতি রাশেদুল হাসান রানা ও ৩০-৩৫ জন জামায়াত শিবিরকর্মী। একই সময় রামপুরা ব্রিজ থেকে একটি মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর শিবির কর্মীরা। মিছিলটি মধ্য বাড্ডা পর্যন্ত যায়।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জামায়াত-শিবিরকর্মীরা মিছিল শেষ করে যাওয়ার পর পুলিশ এসে ফুটপাত থেকে শিবির সন্দেহ তিনজনকে আটক করে। জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, শিবিরের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেত্রেটারি এম ফয়সালসহ ৪০-৪৫ জন শিবিরকর্মী। প্রসঙ্গত, টানা ৮৪ ঘণ্টা হরতালের পর দলের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশন ও সরকারের যড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জামায়াত। এরই অংশ হিসেবে রাজধানীতে এই মিছিল করলো তারা

বাংলাদেশ সময়: ১৩:২৭:৪৫   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ