ভয়াল ১২ নভেম্বর

Home Page » জাতীয় » ভয়াল ১২ নভেম্বর
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৩



12-nov-bg20131112074147.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মঙ্গলবার ভয়াল ১২ নভেম্বর। ভোলাসহ উপকুলবাসীর কাছে এক বিভিষীকাময় দুঃস্বপ্নের দিন। এক এক করে ৪২টি বছর পেরিয়ে গেলেও আজও কান্না থামেনি স্বজনহারা মানুষের। ১৯৭০ সালের এই দিনে জেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে ধ্বংসলীলায় পরিণত হয়। মূহুর্তের মধ্যেই প্রলয়ঙ্কারী ঘ‍ূর্ণিঝড় ও জলচ্ছাস ক্ষত-বিক্ষত করে দেয় স্থানীয় জনপদ। এতে ভোলায় হারিয়ে যায় অর্ধলক্ষাধিক প্রাণ। নিখোঁজ হয় সহস্রাধিক মানুষ। দূর্গম এলাকায় হতদরিদ্রদের একমাত্র আয়ের উৎস্য গবাদী পশুগুলো ভাসিয়ে নিয়ে যায় তীব্র স্রোত।

জলোচ্ছাসের পর থেকে ছয় মাসের অধিক সময় স্বজন হারানোদের কান্নায় উপকুলের আকাশ পাতাল ভারী ছিল। গত ৪০ বছরের সব কয়টি ঘূর্ণিঝড়ের চেয়ে ৭০ এর ঝড়টি সবচেয়ে হিংস্র ছিল বলে দাবি করছেন ‍ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা। ৭০’র এর জলোচ্ছাসের সময় ঝড়টি উপকূলীয় ভোলা, নোয়াখালী, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, পটুয়াখালী, বাগেরহাট, খুলনাসহ ১৮টি জেলায় আঘাত হানে। তৎকালীন সময় তথ্যপ্রযুক্তি অনেকটা দুর্বল থাকায় উপকূলের অনেক মানুষ ঝড়ের পূর্ব‍াভাসই পায়নি। এ সময় জলোচ্ছাসের ঢেউ আট থেকে ১০ ফুট উচ্চতায় ওঠে। কেউ গাছের ডালে, কেউ উচু ছাদে আশ্রয় নিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পেলেও ৩/৪ দিন তাদের অভুক্ত কাটাতে হয় ‍তাদের। এদিকে, ভয়াল এ দিনটিকে স্মরণ রাখতে ভোলাসহ বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী চরফ্যাশনের কুকরী-মুকরীর বৃদ্ধ ইদ্রিস মুন্সি বলেন, ৭০ এর বন্যায় তার মা, বোন ও ভাইসহ পরিবারের নয় সদস্য মারা যায়। একই এলাকার মুসলিম পাড়া গ্রামের আব্দুল জলিল (৭০) বলেন, ঝড়ে তার পরিবারের ১০ জন মারা যায়। সেই দুর্বিষহ স্মৃতি ভোলার নয়। এদিকে, ৭০ এর জলোচ্ছাসের পর সিডর ও আইলার ও সর্বশেষ গত ১০ অক্টোবর ঘূর্ণিঝড় বয়ে গেলেও উপকূলবাসীর জন্য আজও পর্যাপ্ত সাউক্লোন সেল্টার নির্মার করা হয়নি। এর ফলে ভোলার সমগ্র উপকূলের মানুষ এখনো কার্যত অনিরাপদ অবস্থায় রয়েছে। তাই ঘূর্ণিঝড় মোবাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের দা‍বি জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৪:২০:৫১   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ