একাই ৭ মনোনয়নপত্র কিনলেন আ’লীগের এমপি বাবু!

Home Page » জাতীয় » একাই ৭ মনোনয়নপত্র কিনলেন আ’লীগের এমপি বাবু!
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



babu-mp-mymensingh-sm20131111204254.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে একাই আওয়ামী লীগের ৭ মনোনয়নপত্র কিনেছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য কাজী খালিদ বাবু। রোববার নিজেরটাসহ অনুগত আরও ৬ নেতার মনোনয়ন ফর্ম কেনেন তিনি। রাতে এ ঘটনা জানাজানি হওয়ার পর দলের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে সংসদ সদস্য খালিদ রোববার রাতে বঙ্গনিউজের কাছে দাবি করেন, তিনি তার মনোনয়নপত্র কিনেছেন। বাকি মনোনয়ন প্রত্যাশীরা তাদের নিজেরটা কিনেছেন। সূত্র মতে, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তাগাছায় খুব একটা যাতায়াত ছিল না জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া কাজী খালিদ বাবুর। কিন্তু বিটিভির জনপ্রিয় সাবেক সংবাদ পাঠিকা রাশিদা মহিউদ্দিনের আকস্মিক মৃত্যুর পর দলীয় প্রার্থী শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে মনোনয়ন পেয়ে নৌকার জোয়ারে সংসদ সদস্য হন বাবু।

আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ ও জমা কমিটি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক ড. সামিউল আলম লিটন জানান, রোববার দলীয় মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই মুক্তাগাছা থেকে ১০টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে।
ময়মনসিংহ-৫ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, সংসদ সদস্য বাবু নিজের অনুগত নেতাদের দিয়ে মনোনয়ন ফর্ম কিনিয়ে মনোনয়ন রাজনীতিতে নতুন নাটক মঞ্চস্থ করেছেন। আসন্ন নির্বাচনে তাদের কেউ প্রার্থী নন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ যাদের নামে মনোনয়নপত্র কেনা হয়েছে তাদের বাবুর লোক হেসেবেই চেনেন।

এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মুক্তাগাছা পৌরসভার মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ বলেন, সংসদ সদস্য বাদে মনোনয়নপত্র কেনা ওই ৬ নেতা মূলত ডামি প্রার্থী।

তিনি অভিযোগ করেন, এ আসন থেকে এবার প্রায় ১৪জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ কারণে নিজের পক্ষ ভারী করতেই বাবু ডামি প্রার্থীদের হয়তো মনোনয়নপত্র কিনে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৭   ৪২৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ