সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন অশ্বিন।

Home Page » খেলা » সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন অশ্বিন।
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



ashwin.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৫, আর সাকিবের ৩৬২।কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ১২৪ রানের ইনিংস খেলার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। দুই দিন হাতে রেখে ভারতের এক ইনিংস ও ৫১ রানের সহজ জয়ে বড় অবদান তার অলরাউন্ড পারফরম্যান্সের।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অমীমাংসিভাবে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবও ভালো করেন। চার ইনিংসে একটি অর্ধশতকসহ ৬০.৫ গড়ে ১২১ রান আসে তার ব্যাট থেকে। আর বাঁহাতি স্পিনে ৩০.১৪ গড়ে নেন ৭ উইকেট। কিন্তু কলকাতা টেস্টের পারফরম্যান্স দিয়ে সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন অশ্বিন।

ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আগেই হারিয়েছেন সাকিব। পাকিস্তানের মোহাম্মদ হাফিজের পেছনে থেকে তার অবস্থান দ্বিতীয়।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে অবশ্য সাকিবই সবচেয়ে ওপরে। এখানে তার অবস্থান ষোড়শ।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও দেশের পক্ষে সেরা অবস্থান সাকিবের, ২৯তম। তার ঠিক পরেই ৩০তম স্থানে আছেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি শতকসহ সিরিজ-সর্বোচ্চ ৩৭৬ রান করা মুমিনুল হক আছেন ৩১তম স্থানে।

বাংলাদেশ সময়: ২১:০২:৩৪   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ