দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি ৪৭৬, জমা ৩১২

Home Page » প্রথমপাতা » দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি ৪৭৬, জমা ৩১২
সোমবার, ১১ নভেম্বর ২০১৩



photo__-7_3463_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র কিনেছেন ৪৭৬ জন নেতাকর্মী। বিতরণের দ্বিতীয় দিনে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশী আবেদনপত্র জমা দেন। সোমবার বিকেলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান। দ্বিতীয় দিনে সাতটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১২৬টি, রংপুর বিভাগে ৪৬টি, রাজশাহী বিভাগে ৫৭টি, সিলেট বিভাগে ৩৪টি, বরিশাল বিভাগে ৫৩টি, চট্টগ্রাম বিভাগে ১০৪টি ও খুলনা বিভাগে ৫৬টি মনোনয়নের আবেদনপত্র বিক্রি হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আফম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, শাহে আলম মুরাদ, মোল্লা আবু কাওসার প্রমুখ।

দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নেওয়া ভিআইপিরা
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু হয় মনোনয়নের আবেদনপত্র কেনার কাজ। শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রথমে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এইচ এন আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। রোববার শেখ হাসিনার জন্য কেনা হয় গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনয়নের ফরম। গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন দু’টির বাইরে প্রধানমন্ত্রী বাগেরহাট-১ আসন থেকেও মনোনয়ন ফরম তুলতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা বিভাগ
দ্বিতীয় দিনে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান ফকির, কামরুল ইসলাম, কবরী সারওয়ার, সানজিদা খানম, মিজানুর রহমান খান, কামাল আহমেদ মজুমদার, মহিউদ্দিন মহি প্রমুখ।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুজিবুল হক, সুজিত রায় নন্দী, লুৎফুন্নাহার মুন্নী, শাহজাদা চৌধুরী প্রমুখ।

রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খায়রুজ্জামান লিটন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম প্রমুখ।

খুলনা বিভাগ
খুলনা বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন অর্থ উপদেষ্টা মশিউর রহমান, শহিদুজ্জামান, মনোয়ারা ফারুক প্রমুখ।

বরিশাল বিভাগ
বরিশাল বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন আমির হোসেন আমু, এ কে এম এ আওয়াল, পঙ্কজ দেবনাথ, শফিকুল ইসলাম প্রমুখ।

রংপুর বিভাগ
রংপুর বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালিদ মাহমুদ চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, মাহমুদ হাসান রিপন, মাজহারুল হক প্রধান প্রমুখ।

সিলেট বিভাগ
সিলেট বিভাগ থেকে মনোনয়ন ফরম নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মেজবাহ উদ্দিন সিরাজ, জেবুন্নেসা, শামিমা শাহরিয়ার প্রমুখ।

উৎসবমুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিতরণ হয়। সকাল ১০টা থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতারা মটরসাইকেল শোভাযাত্রা, ঢোল-তবলা ও বর্ণাঢ্য মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন।

মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের শক্তি প্রদর্শন করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে ঘিরে শোডাউন করেন।

১০ নভেম্বর থেকে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।
প্রথম দিন রোববার ৬৭৮ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম কেনেন। প্রথম দিন আয় হয়েছিল ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। গত দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি বাবদ মোট আয় হয়েছে দুই কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০:৫৯:২০   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ