রাজধানীজুড়ে আগুন-ককটেল-গুলি

Home Page » প্রথমপাতা » রাজধানীজুড়ে আগুন-ককটেল-গুলি
রবিবার, ১০ নভেম্বর ২০১৩



76567_x3_260251.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের আগের দিন রাজধানীজুড়ে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় ও রাতে নয়াপল্টনে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। শনিবার বিকেলেই গাড়ি পোড়ানো শুরু হয় রাজধানীতে। সন্ধ্যার পরও গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ক্রমাগত। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপির পাঁচ শীর্ষনেতাকে জেল হাজতে পাঠানোর পরপরই মূলত এই গাড়ি পোড়ানোর মচ্ছব শুরু হয়। রাত ১০টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। ৯টার দিকে পুরান ঢাকার বাবু বাজার ব্রিজের কাছে ঳য়টি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদলের কর্মীরা। সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন, পল্টন থানার মোড় ও ফকিরাপুল মোড়ে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় হরতাল সমর্থকরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বিএনপির দলীয় কার্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধ্যার পর শাহবাগে ইটিসি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়লে এতে আহত হন বেসরকারি জীবন বীমা কোম্পানি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের (মেটলাইফ অ্যালিকো) পিয়ন আবদুর রাজ্জাক মিন্টু (২০)। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। সন্ধ্যা সাতটার দিকে মিরপুর তালতলা মোড়ো জাবেলে নূর পরিবহনে আগুন দেয় হরতাল সমর্থকরা। এর কিছুক্ষণ পর মহাখালী ফ্লাইওভারের উপর থেকে তিনটি ককটেল নিচে ছুড়ে মারেন এক মোটরসাইকেল আরোহী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বিকেলে রাজারবাগে একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। একই সময়ে গুলিস্তানের ফুলবাড়িয়ায় আরো একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে ঢাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হরতাল সমর্থনে শ্লোগান দিয়ে ঢাকা পরিবহনের একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম বঙ্গনিউজকে জানায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বাংলাদেশ সময়: ০:০১:২৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ