দুই লাখ পরীক্ষার্থী পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়বে

Home Page » জাতীয় » দুই লাখ পরীক্ষার্থী পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়বে
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩



poribohon_dhormogot_1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীতে পরিবহন ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে দুই লক্ষাধিক পরীক্ষার্থী। জেএসসি-জেডিসি ও দু’টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ শুক্রবার রাজধানীতে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিবহন মালিক নেতা খায়রুল হত্যার প্রতিবাদে রাজধানীতে ডাকা অর্ধদিবস এই ধর্মঘটের কারণে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হবে পরীক্ষার্থীদের। এ অবস্থায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে বৃহত্তর যাত্রাবাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল মোল্লাকে খুন করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। এই পরিবহন মালিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সায়েদাবাদ-মহাখালী-যাত্রাবাড়ীতে পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। তবে রাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার রাজধানীতে অর্ধদিবস বাস ছাড়াও অন্যান্য পরিবহন চলাচল করবে না। বন্ধ থাকবে দূরপাল্লার পরিবহনও।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটে পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। দুই হাজার ৫০০ আসনের বিপরীতে এতে পরীক্ষার্থী ৩৯ হাজার ৫৫ জন।

এদিন বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৭১০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ৪৫ হাজার ৪০৬ জন। বিকেল তিনটা থেকে চারটা পর‌্যন্ত ১৮টি কেন্দ্রে পরীক্ষা হবে।

জেএসসি-জেডিসির ৪ নভেম্বরের পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে মোট পরীক্ষার্থী ১৯ লাখ। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা পাঁচ লাখ ১৩ হাজার ৯৫৯ জন, শুধু ঢাকা জেলাতেই প্রায় এক লাখ পরীক্ষার্থী।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও এদিন। সকাল ১০টা থেকে এক ঘণ্টা ২০ মিনিটের এই পরীক্ষায় ঢাকা মহানগরীতেই পরীক্ষার্থী সংখ্যা অন্তত ৫০ হাজার। সারা দেশে অংশ নিচ্ছেন নয় লাখ ৬৮ হাজার ১২৭ প্রার্থী।

শুক্রবার বিকেলে বেসরকারি ব্যাংক এনসিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার (এমটিও) পদে প্রার্থী প্রায় ১২ হাজার প্রার্থী। বিকেল সাড়ে তিনটায় এই পরীক্ষা শুরু হবে।

সকাল থেকে বিকেল পর‌্যন্ত পরীক্ষার্থীদের গণপরিবহন হিসেবে বাসেই চলাফেরা করতে হবে। তবে ধর্মঘট হলে তাদের অনেকেই পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারবেন না।

এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

দুই লাখেরও বেশি পরীক্ষার্থীর পরীক্ষার দিন বাস চলাচল নির্বিঘ্ন না হলে মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তারা বাস চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩২   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ