জেএসসি-জেডিসির ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » জেএসসি-জেডিসির ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩



887771.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন জেএসসির ইংরেজি প্রথমপত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী প্রথম দিনে অংশ নিয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
বঙ্গনিউজের রাজশাহী স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন জানান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এ বছর ১৯৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৯ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে । এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষার্থীদের মধ্যে ৯২ হাজার ১৮৫ জন ছাত্র এবং ৯৬ হাজার ৮৩৪ জন ছাত্রী রয়েছে। সকাল থেকে রাজশাহী কলেজিয়েট, ল্যাবরেটরি, লোকনাথ ও পিএন গার্লস স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শফিকুল ইসলাম ও টিটি কলেজের সহকারী অধ্যাপক আবদুস সালাম । চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামেও সুষ্ঠুভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বোর্ড সূত্রে বলা হয়, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ হাজার ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যা গতবারের তুলনায় বেশি। গত জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লক্ষ ৩৬ হাজার ৩৩৩ শিক্ষার্থী। এছাড়া এবার বোর্ডের অধীনে ১৮ হাজার অনিয়মিত পরীক্ষার্থীও অংশ নিয়েছে।
এদিকে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর নগরীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পিযূষ দত্ত, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর বোর্ডের অধীনে পাঁচটি জেলার ১৯৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৩১টি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ৮৭টি পরীক্ষা কেন্দ্র আছে। এছাড়া বান্দরবানে ১৩টি, খাগড়াছড়িতে ২১টি, রাঙ্গামাটিতে ২২টি ও কক্সবাজারে ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারণে তা শুরু করা হয়নি। আগামী ২০ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ৪ থেকে ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে ওই দুই দিনের পরীক্ষা পেছানো হয়। ৪ ও ৬ নভেম্বরের এসব পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ছিল কুরআন মাজীদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আররি প্রথম পত্রের পরীক্ষা। ৪ নভেম্বরের পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে এবং ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ