সরকারের ওপর জনগণের আস্থা নেই

Home Page » জাতীয় » সরকারের ওপর জনগণের আস্থা নেই
বুধবার, ৬ নভেম্বর ২০১৩



6aec12a09cbc25d5e693655a22febc56_generic.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ টানা ৬০ ঘণ্টার স্বতঃফূর্তভাবে হরতাল পালন করে জনগণ শেখ হাসিনার ওপর অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার হরতালের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর কাজির দেউড়ি, লাভলেইন, বিআরটিসি মোড়, মুরাদপুর, সিমেন্ট ক্রসিংসহ বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমীর খসরু বলেন, জনগণ বুঝিয়ে দিয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হবে না। কোনো বাহিনী, কোনো প্রশাসন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, মামলা-হামলা আর গ্রেফতার করে বিরোধী দলের আন্দোলনকে প্রতিহত করা যাবে না। যেখানে হামলা হবে, সেখানে প্রতিরোধ হবে। শেখ হাসিনার উচিত হবে দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের পথ থেকে রক্ষা করা। সরকার সংলাপের তালবাহানা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিকল্পনা করছে। দেশের জনগণ সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না।

প্রধান বক্তা হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এই অবৈধ সরকারের নির্দেশে আর দেশ চলবে না। দেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন করতে দেবে না।

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, দেশের জনগণ স্বতঃফূর্তভাবে হরতাল পালন করেছে। শেখ হাসিনার উচিত, দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া।

মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মাহবুবুর রহমান শামিম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, আবুল হাশেম বক্কর, কাজী বেলাল, হারুন জামান, শাহ আলম, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

এদিকে, হরতালের সমর্থনে সকালে চকবাজার ধনিরপুল এলাকায় মিছিল ও সমাবেশ হয়েছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, এই সরকারের দুর্নীতি দুঃশাসন, মামলা-হামলা-নির্যাতনের বিরুদ্ধে জনগণ আজ রুখে দাঁড়িয়েছে। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা হলে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে সরকারকে জনগণ টেনে নামাবে।

মহানগর বিএনপি’র সহ-সভাপতি সামশুল আলম বলেন, পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না। জনতা রাজপথে নেমে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবো।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না। আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে। একদলীয় যে কোনো নির্বাচন জনগণ প্রতিহত করবেই। বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২২:২৫:২৫   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ