মিলসের মুখে দুই দলেরই প্রশংসা

Home Page » ক্রিকেট » মিলসের মুখে দুই দলেরই প্রশংসা
বুধবার, ৬ নভেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ গত রোববার টানা তৃতীয় ওয়ানডেতে হেরে সংবাদ সম্মেলনে আসা কাইল মিলসের চেহারায় ছিল হতাশার ছাপ। বুধবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে অবশেষে হাসি ফুটেছে নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়কের মুখে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচ ‘উপহার’ দেয়ায় মিলস প্রশংসা করলেন দুই দলেরই।

“দুই শ’র বেশি রানের লক্ষ্যে বাংলাদেশ চমৎকার ব্যাটিং করেছে। ম্যাচটি খুবই আনন্দদায়ক ছিল। তারা ভালো ব্যাটিং করেছে, কিন্তু আমরাও নিয়মিত উইকেট পাচ্ছিলাম, মাঝে ভালো কয়েকটি পার্টনারশিপ হলেও সেগুলো আমরা বড় হতে দেইনি।”

বাংলাদেশকে ২০৫ রানের লক্ষ্য দিয়ে নিউ জিল্যান্ড যতটা সহজে ভেবেছিল, ততটা সহজে জয় পায়নি। লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশিরভাগ সময় প্রয়োজনীয় রান রেট বজায় রেখে চললেও শেষ দিকের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান পর্যন্ত তুলতে পারে স্বাগতিকরা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশের ৩ উইকেট হারিয়ে ফেলাটাকে ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ মনে করেন মিলস।

তবে এর পরেও ২০৫ রানের লক্ষ্য প্রায় ধরে ফেলতে যাওয়া বাংলাদেশ দলের রানের গতি কমানোর জন্য অধিনায়ক কৃতিত্ব দিলেন কোরি অ্যান্ডারসনকে। ২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে বাংলাদেশের রানের চাকা শ্লথ করে দেন এই অলরাউন্ডার।

“কোরি অ্যান্ডারসন আজ অসাধারণ বল করেছে। সে খুব ভালো ফর্মে রয়েছে। যখনই ওরা ভালো অবস্থার দিকে যাচ্ছিল ঠিক তখনই সে আমাদের ম্যাচে ফিরিয়েছে।”

জয়ের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করলেন মিলস, “আগের ম্যাচগুলোতে ২-৩ জন ব্যক্তিগতভাবে ভালো করলেও আজ ৪-৫ জন পারফর্মার ছিল। যেটা আমাদের জয়ের ক্ষেত্রে অবদান রেখেছে।”

পুরো সিরিজে অসাধারণ খেলা বাংলাদেশ দলেরও প্রশংসা করলেন মিলস।

“বাংলাদেশ আজ খুবই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আর ঘরের মাঠে এতো দর্শকের সামনে তারা তাদের সেরাটাই দিতে চেয়েছে। তবে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলায় তারা বিপদে পড়ে যায়।”

বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা সফরে যাবে নিউ জিল্যান্ড দল, যেখানে ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে কাইল মিলসের কাঁধেই।

শেষ ম্যাচটি জিতে তাই কিছুটা নির্ভার হয়ে বাংলাদেশ ছাড়তে পারছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:৪৪:০৮   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ