ডেমরা শ্রমিকলীগ কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

Home Page » সংবাদ শিরোনাম » ডেমরা শ্রমিকলীগ কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
বুধবার, ৬ নভেম্বর ২০১৩



646-copy-220130423095707.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের শেষদিন বুধবার সকালে যাত্রাবাড়ীর ডেমরা শ্রমিকলীগ কার্যালয়ে আগুন দিয়েছে জামায়াত-শিবির।

অপরদিকে ৠাব-৩ কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ডেমরা চৌরাস্তায় ১০-১২ জন জামায়াত-শিবিরকর্মী ঝটিকা মিছিল বের করে। পরে তারা স্থানীয় শ্রমিকলীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শ্রমিকলীগ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অন্যদিকে ভোর ছয়টায় যাত্রাবাড়ীর টিকাটুলী এলাকায় ৠাব-৩ কার্যালয়ের সামনে শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ৠাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
একই সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের ১৫-২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে। তবে কাউকে আটক করতে পারেনি।
অপরদিকে, সকাল পৌনে আটটার দিকে যাত্রাবাড়ীর জুরাইন কমিশনার রোডে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবকদলের ১০-১২জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায়।
ভোর থেকে নাশকতা ঠেকাতে যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকায় বিজিবি ও পুলিশ এপিসি নিয়ে টহল দিচ্ছে।
ডেমরা জোনের এসি মিনহাজ বঙ্গনিউজকে জানান, ভোরে হরকাল সমর্থনকারীরা ডেমরা শ্রমিকলীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। আমরা তাদের আটকের চেষ্টা করছি। হরতালের নামে যে কোন নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:২৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ