অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা

Home Page » অর্থ ও বানিজ্য » অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনায় ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৩



images3.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনাকারীদের ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রেখে সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ এর রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে রিপোর্টটি চূড়ান্ত করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দ মহসিন আলী, মইন উদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান এবং শেফালী মমতাজ অংশ নেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গত সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এটি পাস হলে ১৯৭৭ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশ রহিত হয়ে যাবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগের আইনে অর্থদণ্ড ছিল ২ হাজার টাকা। নতুন আইন কার্যকর হওয়ার ৬ মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪০   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ