রাজনৈতিক উদ্দেশে ইচ্ছেমতো সংবিধান সংশোধন

Home Page » জাতীয় » রাজনৈতিক উদ্দেশে ইচ্ছেমতো সংবিধান সংশোধন
সোমবার, ৪ নভেম্বর ২০১৩



xenon_cms_media_e5xbnzhz57zq6xwvm8wmmu28hxofvo0aza4v47tk.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্রতিটি রাজনৈতিক দলই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জনমতকে তোয়াক্কা না করে ইচ্ছেমতো সংবিধান সংশোধন করছে। দলীয় ও ব্যক্তিগত ক্ষমতার চর্চার রক্ষাকবচ হিসেবে সংবিধানকে ব্যবহার করতে চেষ্টা করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে সাংবিধানিক সংকট। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) সিনেট ভবনে আয়োজিত ‘৪১ তম সংবিধান দিবস’ এর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলনে। ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম, সংবিধান বিশেষজ্ঞ ও সাংবাদিক মিজানুর রহমান খান, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ। বক্তারা বলেন, একদল সরকারে থাকলে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করে। অপর দল ক্ষমতায় আসলে আবার তাকে নিজেদের স্বার্থে পরিবর্তন করে। ফলে রাজনৈতিক দলগুলোর মাঝে সৃষ্টি হয়েছে চরম আস্থাহীনতা। তাই তারা একে অপরের অধীনে নির্বাচনে আসতে আস্থা পায় না। রাজনৈতিক সংকট তৈরিতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার সমালোচনা করে বক্তারা বলেন, সব সমস্যার মুল এককেন্দ্রীকতা। দুদক, মানবাধিকার কমিশনসহ আজ দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। ফলে সব ক্ষমতা মূলত তিনিই ব্যবহার করেন। আর এই এককেন্দ্রীকতা ক্ষমতাই সকল সমস্যার সৃষ্টি করছে। বক্তরা আরো বলেন, সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষনের কথা বলা আছে।

কিন্তু আজ একটি দল বা গোষ্ঠী জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে তারা একের পর এক অন্যায় সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়ে যাচ্ছেন, যা জনগণের অকল্যাণ বয়ে আনছে।

হরতালের মত একটি গণতান্ত্রিক কর্মসূচির অপব্যবহার হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, হরতাল ডাকার অধিকার সব রাজনৈতিক দলের যেমন রয়েছে তেমনি তা না মানার অধিকারও জনগণের আছে। কিন্তু আজ হরতালকে জোর করে মানুষের উপর

চাপিয়ে দিয়ে তাদের জীবনকে বিপণ্ন করা হচ্ছে। হরতালের নামে মানুষ হত্যা করা হচ্ছে। হরতালে মানুষ খুন হলে হরতালকারী দলের প্রধানের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট ফর কনস্টিটিউশন স্টাডিস (বকিস)।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৬   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ