৬০ ঘণ্টার হরতালে কঠোর পুলিশ

Home Page » প্রথমপাতা » ৬০ ঘণ্টার হরতালে কঠোর পুলিশ
সোমবার, ৪ নভেম্বর ২০১৩



bnp-office-bg-120130401202333.jpgবঙ্গ-মিউজ ডটকমঃ বিএনপি জামায়াতসহ ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন থেকেই রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরতাল সামনে রেখে সোমবার ভোর থেকেই পুলিশ-ৠাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও পুলিশের টহল গাড়ি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি চোখে পড়ছে। বরাবরের মতই নয়াপল্টনের বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সরেজমিনে রামপুরা, বাড্ডা, গুলশান, তেজগাঁও, ফার্মগেট, মতিঝিল, পল্টন, বিজয়নগর ও প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা যায় পুলিশ ও র‌্যাবের কড়া অবস্থান। রাজধানীর মালিবাগ এলাকায় কতর্ব্যরত পুলিশ কর্মকর্তা তৌহিদুর রহমান বঙ্গনিউজকে বলেন, সকাল ৭টা পর্যন্ত এ এলাকায় কোন সমস্যা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নগরবাসীর জানমালের নিরাপত্তায় আমরা অবস্থান করছি। মধ্যবাড্ডা এলাকায় কর্তব্যরত বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বঙ্গনিউজকে বলেন, হরতালে নাশকতার আশঙ্কায় পুরো এলাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুলশান থানার সেকেন্ড অফিসার শেখ সোহেল রানা বঙ্গনিউজকে বলেন, জানমালের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এই এলাকায় তৎপর রয়েছে। শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বঙ্গনিউজকে জানান, পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোবাইল টিম বাড়ানো হয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বঙ্গনিউজকে বলেন, হরতালে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শিল্পাঞ্চল এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বঙ্গনিউজকে বলেন, রমনা এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ৭টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দায়িত্বরত পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থেই বিএনপি অফিস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪৪   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ