আর কাউকে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না

Home Page » জাতীয় » আর কাউকে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না
শনিবার, ২ নভেম্বর ২০১৩



image_51451_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান বলেছেন, ‘আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আর বিরোধী দলীয় জোট হরতালের নামে দেশে সন্ত্রাস কায়েমের চেষ্টা করছে। তাই এখন থেকে তাদের আর হরতালের নামে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না।’শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার-রেলগেট সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক সরকারে অধীনে নির্বাচন হবে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো মূল্যে যুদ্ধাপরাধী শক্তিকে দমন করা হবে। কারণ এর মধ্যে দিয়ে দেশকে দায়মুক্ত করতে হবে। তাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ১৪ দলীয় জোটকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ সড়ক উদ্বোধনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রুয়েটের উপাচার্য প্রফেসর মোর্তজা আলী, আরডিএর চেয়ারম্যান আবদুস সামাদ, নির্বাহী প্রকৌশলী নাজিবুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ প্রমুখ। প্রসঙ্গত, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মাধ্যমে এক দশমিক পাঁচ কিলোমিটার সাহেব বাজার-রেলগেট রাস্তা প্রশস্ত করণ কাজ সম্পন্ন করতে সরকারের ব্যয় হচ্ছে ৪৫ কোটি ৩১ লাখ টাকা। আগামী বছরের জুনের মধ্যেই এ রাস্তাটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও জনগণের কথা ভেবে রাস্তাটি শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করে দেওয়া হলো। এরপর প্রতিমন্ত্রী প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে মহানগরীর কোর্ট এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ৮৭ কোটি টাকা ব্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বাইপাস রোড পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০:১২:২৩   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ