জেএসসি এবং জেডিসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ১৮ দল!

Home Page » জাতীয় » জেএসসি এবং জেডিসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ১৮ দল!
শনিবার, ২ নভেম্বর ২০১৩



171.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আগামী ৪ নভেম্বর ভোর ৬টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতাল শুরুর দিন সোমবার থেকেই সারাদেশে শুরু হচ্ছে জেএসসি এবং জেডিসি পরীক্ষা। কিন্তু, পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে কি না, সে বিষয়ে ১৮ দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল ঘোষণার পরই টেলিফোনে বঙ্গনিউজকে এ কথা জানান। মির্জা ফখরুল জানান, পরীক্ষার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এটি হরতালের আওতায় থাকবে না কি আওতামুক্ত থাকবে এ বিষয়ে আমরা পরে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, পরীক্ষার্থীদের প্রতি আমরা সহানুভূতিশীল। কি করা যায় আমরা ভেবে দেখছি। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার জেএসসি, জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫২ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাই শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে তিনি ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার প্রতি হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি। গত বুধবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে বঙ্গনিউজকে জানিয়েছিলেন, নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে পরীক্ষার বিষয়টি তাদের মাথায় আছে। তাই যদি হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি থাকে, তবে অবশ্যই সকল পরীক্ষা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার সকাল সোয়া এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যখন ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন, তখন পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে কিনা, সে বিষয়ে কিছুই বলেননি মির্জা ফখরুল। জানা গেছে, ১৮ দলের ডাকা হরতাল কর্মসূচি চলাকালে জেএসসি ও জেডিসির দু’টি বিষয়ের পরীক্ষার সময়সূচি নির্ধারিত রয়েছে। ৪ নভেম্বর সোমবার বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।পরীক্ষার্থীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে ১৮ দল হরতাল প্রত্যাহার না করা হলে ওই দুই দিনের পরীক্ষা হবে না। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দারুণ দুশ্চিন্তায় পড়ে গেছেন। এদিকে ওই দুই দিনের পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় রোববার সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫২   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ