বিজিএমইএ’র কাঙ্খিত সহযোগিতা পায়নি টিআইবি

Home Page » অর্থ ও বানিজ্য » বিজিএমইএ’র কাঙ্খিত সহযোগিতা পায়নি টিআইবি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



tib_photo_21932.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পোশাক শিল্পে জড়িত মালিকদের সংগঠন বিজিএমইএ’র কাছে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) কাঙ্খিত সহযোগিতা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।‘তৈরি পোশাক খাতে সুশাসনের অভাব এবং সেখান থেকে উত্তরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, পোশাক শিল্পের বিভিন্ন উদ্বেগের বিষয় চিহ্নিত হয়েছে এবং চিহ্নিত হওয়ার কারণে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসময় টিআইবি’র পক্ষ থেকে তৈরি পোশাক খাতে সুশাসনের অভাব এবং সেখান থেকে উত্তরণের উপায় নিশ্চিত করতে একটি গবেষণা প্রতিবেদন সাংবাদিকদের ‍সামনে তুলে ধরা হয়। প্রতিবেদনের আলোকে তিনি বলেন, আমরা পোশাক শিল্পের সঙ্গ জড়িত অংশীদারদের সঙ্গে কথা বলে তাদের সম্পৃক্ত করার চেষ্টা করেছি। তবে পোশাক শিল্পে জড়িত মালিকদের সংগঠন বিজিএমইএ’র কাছে কাঙ্খিত সহযোগীতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা কামাল বলেন, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ খাত। জিডিপি’র
প্রায় ১০ থেকে ২০ শতাংশ আসে এ খাত থেকে। নারীর কর্মসংস্থানে এ শিল্প বিরাট অবদান রাখছে। সুতরাং এ খাতকে রক্ষা করা, সুসংহত করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অন্যতম দায়িত্ব।

তিনি আরো বলেন, এ খাতে সুশাসনের অভাবের জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা কোনো আকস্মিক ঘটনা নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা দরকার, কিন্তু শ্রমিকদের পক্ষে কথা বলার কেউ নেই। অপরদিকে মালিক পক্ষ অনেক প্রভাবশালী, তাদের সঙ্গে জড়িত বিভিন্ন মন্ত্রী, মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ঢাকা, সাভার, আশুলিয়া এবং গাজীপুরের প্রায় ৮০টি’র বেশি কারখানায় জরিপ চালিয়ে এই গবেষণা পত্র তৈরি করে টিআইবি।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৮   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ