প্লাস্টিকের ঘরে বিয়ের প্রস্তাব!

Home Page » এক্সক্লুসিভ » প্লাস্টিকের ঘরে বিয়ের প্রস্তাব!
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৩



international520131030074357.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্লাস্টিকের ঘর যাদের নিবাস তাদের বিয়ের প্রস্তাবের কথা বলা হচ্ছে না। খরচ কমাতে নন, খরচ করেই প্লাস্টিকের ঘরে প্রেমিক যুগলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। যাদের অদ্ভূত এ অভিজ্ঞতা নেওয়ার সখ আছে তাদের যেতে হবে ফ্রান্সে।ফ্রান্সের মারসেইলি থেকে ১০ মাইল দূরে একটি হোটেলে ঘরে তোলা হয়েছে এসব প্লাস্টিকের ঘর। পর্যটকদের টানতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। শক্ত কিন্তু স্বচ্ছ প্ল্যাস্টিক দিয়ে বড় বড় বুদবুদের আকারে তৈরি করা হয় ঘরগুলো।বনের ভেতরের প্লাস্টিকের বুদবুদ ঘরে রাত কাঁটাতে হলে দুজনকে দিতে হবে ১০০ পাউন্ড। অনেকে ভাবতে পারেন, ঘরে ভেতরে থাকা দুজনের গোপনীয়তার কি হবে? এরও ব্যবস্থা করে রেখেছে হোটেল কর্তৃপক্ষ। চাইলেই পাওয়া যাবে বুদবুদ ডেকে দেওয়ার কভার।আট্ট্রাপ রিরিভেজ ফ্যামিলি নামের ওই হোটেলে সবচেয়ে বেশি পদাচারণ নতুন দম্পত্তি বা প্রেমিক যুগলদের। অনেকে বিয়ের প্রস্তাব দেওয়ার উত্তম স্থান হিসেবে বেছে নেন প্লাস্টিকের অনন্য এ ঘরকে। ছুটির দিনগুলোতে পরিবার নিয়েও ঘুরতে আসেন অনেকে। ২০১০ সালে চালুর পর বেশ সাড়া ফেলেছে ফরাসি ওই হোটেলটি। হোটেল পাঁচ ধরনের ঘর আছে-সুইট চিক, ১০০১ নাইটস, জেন, গ্ল্যামর ও ন্যাচার। হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, আমাদের অতিথিদের জন্য এটি একটি বাস্তব অভিজ্ঞতা। তারা তাদের শিশুদের স্বপ্নের স্বাদ দিতে পারেন অথবা মনের মানুষের সঙ্গে রোমাঞ্চকর রাত কাটাতে পারেন। বিয়ে আয়োজনের প্রস্তাবও আমরা পেয়েছি। সারা বছরজুড়ে এমনকি প্রতিকূল আবহাওয়ায়ও সব সময় খোলা থাকে হোটেলটি।

বাংলাদেশ সময়: ০:০১:০৬   ৭৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ