হাতিয়ায় গণপিটুনিতে নিহত ২

Home Page » সংবাদ শিরোনাম » হাতিয়ায় গণপিটুনিতে নিহত ২
বুধবার, ৩০ অক্টোবর ২০১৩



hatiya-sm20131030110652.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নোয়াখালীর হাতিয়ার নলেরচরে জনতার গণপিটুনিতে সফি আলম (৩৮) ও আমিনুল হক (৪০) নামে ২ দস্যু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর হাতিয়ার নলেরচরের ভূমিহীন বাজার, হাসিনা বাজার, কোল্ডস্টোর বাজার, কিল্লার বাজার এলাকায় ভূমিহীন ও ব্যবসায়ীরা চাঁদা না দেওয়ায় দস্যুরা তাদের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও ভাঙচুর করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ভূমিহীন ও ব্যবসায়ীদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ ও তাণ্ডব চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন প্রতিরোধ করলে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জনতার গণপিটুনিতে ২ দস্যু নিহত হন।

অপরদিকে, ব্যবসায়ী মিরাজ হোসেন (২২), ভূমিহীন মানিক (২৬), আবুল বাশার সওদাগর (২৫), শামীম উদ্দিন (৩০), সাহাব উদ্দিন (২৭), শাহেদ উদ্দিন (৩২), তছলিম উদ্দিন (২৪) ও সাহেদ মাঝি (৪২) সহ ১০ জন আহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা ১০টি বসতঘর ও দোকানঘরে লুটপাট ও ভাঙচুর করে।

আহতদের মধ্যে মিরাজ, মানিক, তছলিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বঙ্গনিউজকে জানান, হাতিয়ার চরাঞ্চলে আমন ধান পাকতে শুরু করার পর থেকেই দস্যুদের নজর পড়ে। দস্যুরা ভূমিহীনদের কাছে একর প্রতি ১০ হাজার টাকা করে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছে। অনেকের কাছ থেকে এ হারে চাঁদা আদায় করাও হয়েছে।

তবে অধিকাংশরা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। চাঁদা না পেয়ে দস্যুরা ক্ষিপ্ত হয়ে রাতে প্রায় ৫০ জন দস্যু ২৫টি মোটরসাইকেল নিয়ে নলেরচরের ভূমিহীন বাজার, হাসিনা বাজার, কোল্ডস্টোর বাজার, কিল্লার বাজার এলাকায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।

এসময় স্থানীয়রা প্রতিরোধ করে দুই দস্যুকে গণপিটুনি দিলে কয়েকজন গুরুতর আহত হন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুই দস্যুর মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী গণপিটুনিতে দুই দস্যু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণপিটুনিতে আহত দুই দস্যুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ