ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

Home Page » সংবাদ শিরোনাম » ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
বুধবার, ৩০ অক্টোবর ২০১৩



bus-durghotona.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ধামরাইয়ের জয়পুরার পাল সিএনজির নিকট ঢাকা-আরিচা মহাসড়কে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালকসহ চারজন, হাসপাতালে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বাস দুটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পড়লে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের পাল সিএনজি স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা সাটুরিয়াগামী জনসেবার এসবি লিংক পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ডি-লিংক পরিবহনের তারা সীমা গার্মেন্ট শ্রমিকবাহী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এসবি লিংক পরিবহনের চালক আসলাম হোসেন, ডি-লিংক পরিবহনের চালক কোরবান আলী, যাত্রী দিলারা বেগম ও আবদুল মজিদ নিহত হন। আহতদের মধ্যে নয়ারহাট গণস্বাস্থ্য হাসপাতালে সাভারের নলাম গ্রামের মুন্তাজ উদ্দিন ও ফজলুল হক ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা যান। আহতদের মধ্যে আউলাদ মাষ্টার, রিপন, নুরজাহান, জাহাঙ্গীর, সুমন, সুবর্ণাসহ প্রায় ৩০ জন আহতদের ধামরাই, সাভার ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উদ্ধারকারী ফায়ার সার্ভিসকর্মী মেহেদী হাসান কাজল। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানায়, তিনজন মারা গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির একটি বাস রাখার সময় হাসপাতালের বিদ্যুতের একটি খুটি ভেঙ্গে ফেলে। ওই খুটিটি কমপ্লেক্সের প্রাচীরের বাইরে অপর একটি ট্রান্সফরমার লাগানো খুটিতে গিয়ে পড়লে ট্রান্সফরমারটি বিকল হয়ে বিদ্যুৎ চলে যায়। এতে দুর্ঘটনায় কবলিত আহত রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে প্রায় ৮-১০টি বাস ও প্রাইভেটকার হাসপাতালের ভিতরে রেখে দেয় প্রভাবশালীরা।

বাংলাদেশ সময়: ২৩:২২:০৫   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ