ইন্টারনেটে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে

Home Page » বিবিধ » ইন্টারনেটে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে
বুধবার, ৩০ অক্টোবর ২০১৩



du-vc.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ তথ্য প্রযুক্তির এ যুগে নিজের ভাষাকে মর্যাদার আসনে নিয়ে যেতে এবং মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে ইন্টারনেটে বাংলাভাষাকে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সাপ্তাহিক সমধারা ও ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এবং জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে ‘বায়ান্ন’র ৫২ ভাষা সৈনিক’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান যুগ অনলাইনের যুগ। অনলাইনে মানুষ খবর পড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মনের ভাষা প্রকাশ করছে। তাই ইন্টারনেটেও বাংলা ভাষার প্রাধান্য বজায় রাখতে হবে। তা না হলে ভাষার উন্নয়ন ঘটবে না।’ উপাচার্য আরও বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। তবে এ ক্ষেত্রে অন্যান্য বিদেশি ভাষা শিক্ষারও প্রয়োজন আছে। সাবেক প্রধান বিচারপতি ও ভাষাসৈনিক কাজী এবাদুল হক বলেন, ‘আমরা ভাষা আন্দোলন করেছিলাম সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য। কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার এতদিন পার হয়ে গেলেও সর্বস্তরে বাংলা চালু করা যায়নি।’ কথা গবেষক ও প্রকৌশলী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম, ভাষা আন্দোলন গবেষক ও জাতীয় জাদুঘরের চেয়ারম্যান বেগম পেয়ারী মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ভাষাসৈনিকদের যথাযথ মর্যাদা দেওয়া মন্তব্য করে ভাষাসৈনিকদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান। বইটির প্রকাশক সূত্রে জানা যায়, চলতি বছর সাপ্তাহিক সমধারা, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে জাতীয় শিল্পকলা একাডেমিতে ৫২ জন ভাষা সৈনিককে সম্মাননা দেয়। ওই অনুষ্ঠানে আসা ভাষা সৈনিকদের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে ‘বায়ান্ন’র ৫২ ভাষা সৈনিক’ গ্রন্থটি রচনা করা হয়। বইটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, প্রিন্সিপাল আবুল কাশেম, গাজীউল হক ও ধীরেন্দ্রনাথ দত্তসহ মোট ৫২ জন ভাষা সংগ্রামীর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ