সাহার মরভূমিতে পানির পিপাসায় ৩৫ জনের মৃত্যু

Home Page » বিশ্ব » সাহার মরভূমিতে পানির পিপাসায় ৩৫ জনের মৃত্যু
সোমবার, ২৮ অক্টোবর ২০১৩



sahara-desert20131028102111.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সাহারা মরভূমিতে পানির পিপাসায় ৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার সময় নাইজারের সাহারা অংশে তাদের প্রচণ্ড পানির পিপাসা লাগে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নাইজারের উত্তরাঞ্চলের প্রধান শহর আগাদেজের মেয়র রিসা ফেলতৌ জানান, আলজেরিয়া যাওয়ার পথে ৬০ জনের একটি অভিবাসী দলের ৩৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়া অভিবাসীদের প্রধান রুট গুলোর একটি হচ্ছে আগাদেজ। চলতি মাসে ভূমধ্যসাগর অতিক্রমের সময়ে নৌকা ডুবে শত শত অভিবাসী হতাহতের ঘটনা ঘটেছে। ফেলতৌ বলেছেন, এ মাসের প্রথম দিকে আগাদেজের উত্তরের শহর আরলিত থেকে দুটি গাড়ি যাত্রা শুরু করে। গাড়ি দুটিতে ‘কমপক্ষে ৬০ জন অভিবাসী’ ছিলেন।

তিনি ‍জানান, তারা ‍সাহারার কেন্দ্রে আলজেরিয়ার তামানরাসেট শহরেও দিকে যাচ্ছিল। একটি গাড়ি ভেঙে যায়। ভেঙে যাওয়া গাড়িটির যাত্রীদের রেখে অন্য গাড়িটির যাত্রীরা মরুদ্যান খুঁজতে থাকেন।

তিনি জানান, যারা জীবিত আছেন তারা কয়েকদিন পর আরলিতের একটি ইউরেনিয়াম খনি কেন্দ্রে আসেন এবং ঘটনা সেনাবাহিনীকে জানান। কিন্তু সেনাবাহিনী অনেক দেড়িতে ঘটনাস্থলে পৌঁছে।

আফ্রিকা মহাদেশের আলজেরিয়া, চাদ, মিশর, ইরিত্রিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিসিয়া ও ওয়েস্টার্ন সাহারায় বিস্তৃত সাহারা মরুভূমি। সাহারা বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ও তৃতীয় বৃহত্তম মরুভূমি। আয়তনে চীন বা যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। লোহিত সাগর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিৃস্তত মরুভূমিটি ভূমধ্যসাগরও ছুঁয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২০   ১৫৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ