কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

Home Page » বিবিধ » কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সোমবার, ২৮ অক্টোবর ২০১৩



kwate-150x150.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন নয় জন। এতে গুরুতর আহত অবস্থায় পাঁচ জন বিভিন্ন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এবং অপর চার জন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে নিহত চার বাংলাদেশির লাশ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া আহতের বিষয়েও সার্বিক খোঁজ খবর করছে স্থানীয় বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি, প্রথম সচিব (শ্রম) এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা জাহারা, ফারওনিয়া ও সাবাহ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিকের খোঁজ খবর নেন। এছাড়া দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রসঙ্গত, গত রোববার ভোর ০৫টা ৪৫ মিনিটে কুয়েতের জাহারা এলাকার আমগারা নামক স্থানে কর্মস্থলে যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়। এ দুর্ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গার হাজী শামসুউদ্দীনের ছেলে ইসরাফিল, মাদারীপুর জেলার রাজৈর এলাকার জব্বার শেখের ছেলে শওকত, মানিকগঞ্জের সিংগাইর এলাকার লিহাস উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এবং নুর আহমেদের পূত্র নাজির আহমেদ।

আহতদের মধ্যে ফারওনিয়া হাসপাতালে আছেন ফরিদপুরের আলফাডাঙ্গার আবুল হোসেনের ছেলে আনোয়ারুল শেখ, মানিকগঞ্জের রজব আলীর ছেলে আব্দুর রব খান।

কুয়েতের জাহারা হাসপাতালে আছেন ছাদেক আল রহমানের পূত্র বাবুল, জমির তালুকদারের পূত্র সালাম ও ফরাস উদ্দিনের ছেলে দেওয়ান আলী।

এদিকে সাবাহ হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ফরিদপুরের ভাঙ্গার আব্দুর রহমান মুন্সীর ছেলে সিরাজ, জাহারা হাসপাতালে আছে কুমিল্লার শাহজাহানের ছেলে বেলাল, মানিকগঞ্জের ওয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান এবং মাদারীপুর জেলার রাজৈরের সজল ফকিরের ছেলে হান্নান।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৩   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ