হরতালের দ্বিতীয় দিনও রাজধানীতে কঠোর নিরাপত্তা

Home Page » প্রথমপাতা » হরতালের দ্বিতীয় দিনও রাজধানীতে কঠোর নিরাপত্তা
সোমবার, ২৮ অক্টোবর ২০১৩



19497409.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবারও রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বিশেষ করে জামায়াত-শিবির এ দিন সহিংসতা বাড়ানোর আশঙ্কায় এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি অফিস ঘিরে বরাবরের মতোই এ দিনও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের সাঁজোয়া যান এপিসি। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে নিরাপত্তার এ চিত্র চোখে পড়ে। সরেজিমন দেখা যায়, রাজধানীর প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, শাহবাগ, ফার্মগেট, গাবতলি, মিরপুর, ধানমণ্ডিসহ প্রায় সব এলাকাতে রোববারের চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হরতালের দ্বিতীয় দিন বিশেষ করে জামায়াত-শিবির সহিংসতা বাড়াবে গোয়েন্দা সংস্থার এমন আশঙ্কার ভিত্তিতে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের একাধিক কর্মকর্তা।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মিনহাজুল ইসলাম বঙ্গনিউজকে বলেন, “আমরা পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এই এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বঙ্গনিউজকে বলেন, তেজগাঁও এলাকার গুরুত্বপূর্ণ সব এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আয়েশা সিদ্দিকা বঙ্গনিউজকে জানান, ভোর থেকে এ বিভাগের সব এলাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতার আশঙ্কায় তাদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান নিরাপত্তা প্রসঙ্গে বঙ্গনিউজকে বলেন, রমনা এলাকায় গুরুত্বপূর্ণ সব স্থাপনায় ভোর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত (সকাল সাড়ে ৭টা) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ইব্রাহিম ফাতেমী বঙ্গনিউজকে বলেন, হরতালে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধানে সতর্ক রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:১৫:২০   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ