যে কোনো সময়েই গ্রেফতার হতে পারে ২১ জন ব্লগার।

Home Page » প্রথমপাতা » যে কোনো সময়েই গ্রেফতার হতে পারে ২১ জন ব্লগার।
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৩



bnnr-atnblog.jpgবঙ্গ-নিউজ ডটকম : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে রয়েছে ৮৪ জন ব্লগারের নামের তালিকা। এদের মধ্যে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে। এ ব্লগারদের বিরুদ্ধে বিভিন্ন ব্লগে ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। কৌশলগত কারণে তালিকাভুক্ত ৮৪ ব্লগারের নাম প্রকাশ করেনি ডিবি।
এদিকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল ব্লগার আসিফ মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আবারও এক দিনের রিমান্ডে নেওয়া হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে গত ৩ এপ্রিল সকালে বাসা থেকে ডেকে নিয়ে গ্রেফতার করা হয় ব্লগার আসিফ মহিউদ্দিনকে। পরের দিন বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্লগার আসিফকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এর আগে ১ এপ্রিল রাজধানীর পলাশী, মনিপুরি পাড়া ও ইন্দিরা রোডে অভিযান চালিয়ে তিন ব্লগারকে গ্রেফতার করা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান বিপ্লব (৪২) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাসেল পারভেজ (৩৬)। পরের দিন মঙ্গলবার তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা রিমান্ডে আছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্লগারদের লেখাগুলো ‘আইসিটি অ্যাক্ট’-এর পরিপন্থী। ধর্ম নিয়ে অপব্যাখ্যা, বা কুৎসা ও আপত্তিকর মন্তব্যের বিষয়টি আদালতে এটি প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, সুব্রত শুভ, বিপ্লব ও রাসেল পারভেজ রিমান্ডে আছে। তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তা যাচাইবাছাই করা হচ্ছে। এ ছাড়া আসিফ মহিউদ্দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে।

ব্লগার আসিফ আরও এক দিনের রিমান্ডে : ব্লগার আসিফ মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গতকাল আসিফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও সাত দিন রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পরিদর্শক মাইনুল ইসলাম। এ সময় আসিফের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানিতে আসিফের আইনজীবীরা আদালতকে বলেন, সরকার হেফাজতে ইসলামের নেতাদের ঠাণ্ডা করতে ব্লগারদের গ্রেফতার ও হাতকড়া পরিয়ে দাগি আসামির মতো মিডিয়ায় উপস্থাপন করছে। শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আজ নিরীহ ব্লগারদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ব্লগারদের গ্রেফতার করে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। আদালত সূত্র জানায়, আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে ইন্টারনেটের মাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-সহ অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ রয়েছে। গত ৩ এপ্রিল সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ সময়: ১৮:১৩:১০   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ