সিলেটে হরতাল পালিত হচ্ছে

Home Page » সংবাদ শিরোনাম » সিলেটে হরতাল পালিত হচ্ছে
রবিবার, ২৭ অক্টোবর ২০১৩



hortal-1233_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা তিনদিন হরতালের প্রথম দিন রোববার সিলেটে পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। হরতাল চলাকালে সকাল দশটা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার হরতালের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে সিলেট মহানগর ১৮দল। মিছিলকারীরা কোর্ট পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে ফিরিয়ে দিলে তারা মিছিল নিয়ে চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় মিছিল নিয়ে এসে সিটি পয়েন্টে অবস্থান নেন তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সভাপতি এমএ হক, সহ-সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুল হক খালেদসহ ১৮দলের নেতারা সিটি পয়েন্টে অবস্থান করছিলেন।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে।

এদিকে সিলেট নগরীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। সকাল থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে পিকআপ ভ্যানে করে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে হরতালে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু হালকা যান চলাচল করলে দূর পাল্লার কোনো ধরনের বাস স্টেশন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।

সরকারি অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সহকারী উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আইয়ুব বঙ্গনিউজকে জানান, এখন পর্যন্ত হরতাল শান্তিপূর্ণ। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজিবি-৫ ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শফিউল আযম জানান, হরতালে নগরবাসীর নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১২:৫৬:২৯   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ