রাজধানীতে যান চলাচল বাড়ছে

Home Page » জাতীয় » রাজধানীতে যান চলাচল বাড়ছে
রবিবার, ২৭ অক্টোবর ২০১৩



jatrabari-bgg20130812223806.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার রাস্তায় অন্যান্য হরতালের মতোই যানচলাচল করছে। সকালে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানচলাচলও। হরতালের আগের দিন শনিবার মানুষের মধ্যে আতঙ্ক দেখা গেলেও, আতঙ্ক চোখে পড়ছে না হরতালের দিন। সাধারণ মানুষ আর গাড়ি চালকদের অভিমত, হরতাল হয় হরতালের আগের দিন। হরতালের দিন কিছুই হয় না। তাই যত দুঃশ্চিন্তা হরতালের আগের দিন নিয়ে। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট, মিরপুর, গাবতলী, মহাখালী হয়ে উত্তরা, গাজীপুর, বাড্ডা, রামপুরা, মালিবাগ, খিলগাঁও এলাকার রাস্তায় গণপরিবহন চলছে স্বাভাবিক ভাবেই। তবে বাসের চাইতে লেগুনা, সিএনজি, অটো রিকশার আধিক্যই বেশি।

মালিবাগে লেগুনা চালক আশরাফ বঙ্গনিউজকে জানান, হরতালের আগের দিন যত ঘটনা, হরতালের দিন কিছুই হয় না। এ কারণে শনিবার বিকেলে গাড়ি নিয়ে বের হননি তিনি।

হরতালের দিন রোববার সকাল থেকেই গাড়ি নিয়ে বের হয়েছেন, সন্ধ্যা পর্যন্ত মালিবাগ থেকে যাত্রাবাড়ির লাইনে গাড়ি চালাবেন তিনি।

হরতালের দিন ভয় লাগে কিনা এমন প্রশ্নে জবাবে আরেক অটো চালত আব্দুল হালিম বলেন, হরতাল হয় তো আগের দিন, হরতালের দিন গাড়ির কিছুই করে না, আগের দিন গাড়ি পোড়ায়।

এদিকে সকাল ৬টার দিকে রাস্তা একেবারে ফাঁকা থাকলেও বর্তমানে রাস্তায় যানচলাচলও বেড়েছে। হরতালের কারণে রাজধানী জুড়েই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মালিবাগ এলাকায় দায়িত্বরত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বঙ্গনিউজকে বলেন, পুলিশ হরতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা মালিবাগ, খিলগাঁও, শাহাজানপুরে পুলিশের তৎপরতা বাড়িয়েছি।

বাংলাদেশ সময়: ১২:১৮:৪৬   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ