জানুয়ারি মাসেই নির্বাচন: অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » জানুয়ারি মাসেই নির্বাচন: অর্থমন্ত্রী
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩



20120212-muhith-460.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, আগামী জানুয়ারি মাসেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটারগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য যাবতীয় আয়োজন নিশ্চিত করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিনগর ইউনিয়নের বাইশটিলা পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে অর্জিত দেশের সুখ, শান্তি ও জনকল্যাণসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চাই। আর বিএনপি জামাত এ অর্জন ধ্বংস করে দেশকে আবারো আগের জায়গায় নিয়ে যেতে চায়।

মানুষের সেবা করা আওয়ামী লীগ সরকারের লক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে সার্বিকভাবে এগিয়ে নিয়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষের সুখ ও সমৃদ্ধি হয়েছে। বর্তমান সরকার দেশ থেকে জঙ্গীবাদকে কঠোরভাবে নির্মূল করতে সক্ষম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এর ফলে মানুষ স্বাধীন ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে গেছে। আগামী নির্বাচনে ‘জঙ্গীগোষ্ঠী’রা যেন দেশে প্রত্যাবর্তন করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের পরিচালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান বাদশাহ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ।

পরে মন্ত্রী সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের অধীনে ছালেহপুর-বাইশটিলা এলাকায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সানা উল্লাহসহ প্রশাসনিক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০১   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ