আকাশের চিঠি; দশ -রোকসানা লেইস

Home Page » সাহিত্য » আকাশের চিঠি; দশ -রোকসানা লেইস
রবিবার, ২৭ অক্টোবর ২০১৩



970360_10151715722022754_1001995951_n6.jpg৪ নভেম্বর ০৯

নীল সোনা,

উদাসী হাওয়ার রাত আজ অনেক ভালোবাসার রাত। দক্ষিণের খোলা জানালা দিয়ে হাস্নুহেনার মাতাল ঘ্রাণ আর উত্তাল হাওয়া আমাদের আরো আবেগ ঘন করে দিত। আমরা জড়িয়ে মিশে যেতাম একের ভিতর অপর। হৃদয়ের তন্ত্রীতে বাজত ভালোবাসার মধুর সঙ্গীত। শুক্লপক্ষের স্নিগ্ধ আলো থাকত আমাদের ঘিরে। বহুদিন বাদে তুমি আমাকে তেমন জড়িয়ে আছো আমি ঘুমিয়ে পড়েছি তোমার বাহুর বন্ধনে বড় আরামে, বড় স্বস্থিতে।

শীত লাগছে ভীষণ শীত করছে আমার, গায়ে কাঁটা দিচ্ছে। বুকের ভিতরে কাঁপন। আমি জেগে উঠলাম অসম্ভব শীতের কাঁপন নিয়ে বাথটাবে । এখানে হাস্নুহেনা আসবে কোথা থেকে। নতুন কেনা ক্যান্ডেলে লাইলাক ঘ্রান মনে হলো হাস্নুহেনার সুবাস ছড়াচ্ছে। উষ্ণ জলের অবগাহনে নীল তুমি যেন আমাকে বেঁধে ছিলে বাহুতে। আমি বারবার ভুলে যাই তুমি ফিরে আেসানি এখনও। কেন আমাকে এভাবে কাঁদাও নীল। আমার চোখের জল তুমি সহ্য করতে পারতেনা একদম। এখন সারা দিনমান আমার চোখে জল, সারাক্ষণ তুমি হীন বর্তমানে তোমাকে ধরে রাখি বুকের কাছে।

তোমর হৃদয়

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৪   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ