নীলফামারীরতে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত

Home Page » সংবাদ শিরোনাম » নীলফামারীরতে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩



nilphamari-map-sm20131025075330.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নীলফামারীর জলঢাকায় জামায়াত-শিবিরের সঙ্গে র‌্যাব, পুলিশের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মোসলেম উদ্দিন (৩২) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোসলেম জলঢাকা পৌরসভার ডাঙ্গাপাড়া কাজীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল ও চাইনিস রাইফেলের গুলি ছুঁড়েছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। এ ঘটনার পর গোটা উপজেলায় পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাবের টহলের পাশাপাশি রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প চত্বরে লাঠিসোটা নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা জমায়েত হয়ে মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শহরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৫ পুলিশ, এক সাংবাদিক ও জামায়াত-শিবিরের ৮জনসহ অন্তত ১৪ জন আহত হন।

ঘটনাস্থলে বিক্ষুদ্ধ জামায়াতকর্মীরা কয়েকটি ঢাকাগামী বাস ভাঙচুর এবং ১টি বাসে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা জামায়াতের আমির আব্দুল গণি বঙ্গনিউজকে জানান, সংঘর্ষ চলাকালে জামায়াতের ৪ জন গুলিবিদ্ধ হন। এছাড়াও আহত হন অন্তত ১০জন। গুলিবিদ্ধ শিবিরকর্মী মোসলেমকে রংপুর ইসলামিক কমিউনিটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় হাসানুজ্জামান হাসান নামে এক সংবাদ কর্মী আহত হন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বঙ্গনিউজকে জানান, সংঘর্ষে তিনিও আহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত জামায়াত শিবিরের ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উল হাসান বঙ্গনিউজকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১১:২২   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ