গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩



gazipur-accident-bg20110623111255.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এরমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৮টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের জমির আলী (৬২) ও বাস চালক একই উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামের গনি মিয়ার ছেলে আবুল কাউসার (২৫) ও বগুড়ার বালুর হাট গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ (২৫)। আরিফ শ্রীপুরের মাধখোলা গ্রামে থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন। নিহতদের মধ্যে জমির আলীর মৃতদেহ ঘটনাস্থল থেকে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া, গুরুতর আহত ৮ জন হলেন শ্রীপুর উপজেলার মাধখোলা ও মাওনা এলাকার ওসমান মিয়ার ছেলে নয়ন মিয়া (২২), আমির উদ্দিনের ছেলে আরিফ হোসেন (১৮), ইস্কান্দার আলীর ছেলে ইব্রাহীম (১৮), বাদশা মিয়ার ছেলে শ্যামল (২২), আবুল হোসেনের ছেলে হিরু মিয়া (৩৫), আব্দুল আজিজের ছেলে তৌফিক (২০)। অপর দু’জন হলেন গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকার গণি মিয়ার ছেলে ওবায়দুল হক (২১) ও একই থানার ভাওয়াল মির্জাপুর গ্রামের শ্যামল কর্মকারের ছেলে বলাই কর্মকার (৪০)। আহতরা গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেটের সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ-১৪-২১২০) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় গাড়ি দু’টি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আর ১জন মারা যান। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হোসেন বঙ্গনিউজকে জানান, হতাহতদের মধ্যে একাধিক যাত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা শুক্রবার সকাল ১০টায় গাজীপুরের আজিমউদ্দিন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে আসার পথে দুর্ঘটনার শিকার হন। নাওজোর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন বঙ্গনিউজকে হতাহতের সংবাদ নিশ্চিত করেছেন। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও বাস জব্দ করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩১   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ