৭ নভেম্বর থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রির পরিকল্পনা

Home Page » খেলা » ৭ নভেম্বর থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রির পরিকল্পনা
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



nazmul_hasan.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।৭ নভেম্বর থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রির পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ” আমরা জানি না তখনই টিকেট বিক্রি শুরু করা যাবে কি না। টিকেট বিক্রি করতে হলে ভেন্যু চূড়ান্ত হতে হবে এবং স্টেডিয়ামের চেয়ারগুলোর নম্বর বসাতে হবে। সিলেট স্টেডিয়ামের কাজই শেষ হবে ১০ তারিখের মধ্যে।”

১৮ ও ১৯ অক্টোবর লন্ডনে আইসিসির সভায় টি-টোয়েন্টির ভেন্যুগুলোর সংস্থার কাজের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, “৩০ সেপ্টেম্বরের মধ্যে সিলেটের কাজ শেষ হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা করতে পারিনি।

সিলেটের কাজ ২০ নভেম্বরের মধ্যে শেষ হবে দাবি করে বোর্ড সভাপতি বলেন, “২০ তারিখের পরে যদি না হয় তাহলে আইসিসি একদিনও অপেক্ষা করবে না। বাকি স্টেডিয়ামগুলো ঠিক আছে। ওগুলো নিয়ে কোনো সন্দেহ নেই।”

কক্সবাজার স্টেডিয়াম প্রস্তুত হলে সেখানে খেলা হবে কি না তা নিয়ে শঙ্কা এখনো কাটেনি।

নাজমুল জানান, কক্সবাজার স্টেডিয়ামের পিচে আগে কখনো খেলা হয়নি। সম্পূর্ণ নতুন উইকেটে বিশ্বকাপের মতো ম্যাচ আয়োজন করা নিয়ে দ্বিধায় আছে আইসিসি। কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শনের পর তারা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

বিপিএলের দ্বিতীয় আসরের সমস্যা সমাধান করে বিশ্বকাপের আগে তৃতীয় আসর হতে পারে বলে জানান বিসিবি সভাপতি।

বিপিএল এ ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য ট্রাইব্যুনালও গঠন হয়েছে জানিয়ে নাজমুল বলেন, “ম্যাচ পাতানো সমস্যা সমাধান না হলে বিকল্প কোনো টুর্নামেন্ট হতে পারে। বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি অনুশীলনের সুযোগ দিতেই হবে ক্রিকেটারদের।

বাংলাদেশ সময়: ২০:৫৭:০৭   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ