এসি মিলান ও বার্সার সমতা

Home Page » খেলা » এসি মিলান ও বার্সার সমতা
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



barcelonamilanreuters03.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে এসি মিলানের জালে বল পাঠিয়ে সমতা আনেক বার্সেলোনা তারকা লিওনেল মেসি।চোট কাটিয়ে ফেরার পর লিওনেল মেসি প্রথম গোলের দেখা পেলেও বার্সেলোনা জিততে পারেনি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে শেষ বাঁশির মিনিট ১৫ আগে নামলেও মিলানের সান সিরোতে বার্সার প্রথম একাদশে ছিলেন মেসি। চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস পুয়োলকে অবশ্য মঙ্গলবার বিশ্রাম দেন বার্সা কোচ জেরার্দো মার্তিনো।

নবম মিনিটে দুই ব্রাজিলিয়ানের মাধ্যমে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ এগিয়ে দেয় মিলানকে। কাকার নিখুঁত পাস ধরে জোরালো শটে অতিথি দলের গোলরক্ষক ভিক্তর ভালদেসকে পরাস্ত করেন রবিনিয়ো।

মেসির চমৎকার ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার কিছুক্ষণ পর সমতায় ফেরে বার্সা। ২৪ মিনিটের সময় ডান দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তার পাস ধরে, গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে মাটি ঘেঁষা শটে ১-১ করেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। মিলানের বিপক্ষে এটা মেসির ষষ্ঠ গোল।

বিরতির আগে দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু মিলানের ফিলিপ্পে মেক্সেস ও বার্সার আলেক্সিস সানচেস সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে রবিনিয়োর হাস্যকর ভুল আবার হতাশ করে স্বাগতিক দলকে। বাঁ দিক থেকে দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন সুলে মুন্তারি। সেই ক্রস জেরার্ড পিকেকে ফাঁকি দিয়ে বক্সের মধ্যে চলে যায় রবিনিয়োর কাছে। কিন্তু অযথা দুই পায়ের ফাঁক গলে বল বের করে সুবর্ণ সুযোগটা নষ্ট করেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।

৭০ মিনিটে বার্সাকে একইভাবে হতাশ করেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো। মেসির দারুণ পাস সুবিধাজনক জায়গায় পেলেও এই ডিফেন্ডারের শট চলে যায় পোস্টের বাইরে।

ম্যাচের ৬৪ মিনিটে রবিনিয়োর বদলে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি মিলানের সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

ড্র করলেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৫ পয়েন্ট সংগ্রহ করা মিলানের অবস্থান দ্বিতীয়।

এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিক ২-১ গোলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডামকে হারিয়েছে। সেল্টিকের পয়েন্ট তিন, আর আয়াক্সের এক।

বাংলাদেশ সময়: ২০:৪৮:২৮   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ