পাঁচ উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান।

Home Page » ক্রিকেট » পাঁচ উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান।
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



03_bangladeshvsnewzealandtylorout_231013.jpgবঙ্গ-নিউজ ডটকমঃব্যাটিংয়ে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা উদযাপন করলেন সাকিব আল হাসান।বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিন ডগ ব্রেসওয়েলকে আউট করে ক্যারিয়ারে দশম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব। সকালেই তিনি ফিরিয়ে দিয়েছিলেন রস টেইলরকে। মঙ্গলবার হামিশ রাদারফোর্ড, পিটার ফুলটন ও ব্রেন্ডন ম্যাককালামকে আউট করেছিলেন তিনি।

৩২তম টেস্টে দশমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন। বাংলাদেশের আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক ৩৩ টেস্টে ৭ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে শেষ পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব। ৫ টেস্ট আর সময়ের হিসাবে ২২ মাস পর পাঁচ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পর থেকে চোটের কারণে টেস্টে খুব বেশি বল করা হয়নি সাকিবের। দলের প্রয়োজনে ছোট ছোট স্পেলে বল করেছেন। আগের ছয় ইনিংসে তিনি বল করেছেন কেবল ৭, ৯, ১৯. ১১.৩, ২৪ ও ৯ ওভার।

মঙ্গলবার রফিককে (৬৬) পেছনে ফেলে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটিও নিজের করে নেন সাকিব (৭০)।

অভিষিক্ত পেসার আল-আমিন হোসেনের বদলে ত্রয়োদশ ওভারে বদলি বোলার হিসেবে বল করতে এসেই সাফল্য পান সাকিব। সেই ওভারের শেষ বলে শর্ট লেগে দ্বিতীয় প্রচেষ্টায় হামিশ রাদারফোর্ডের ক্যাচ ধরেন মমিনুল হক।

পরের ওভারে দ্বিতীয় বলে সাকিব ফেরান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটনকে। বলের লাইন বুঝতে না পেরে ছেড়ে দিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফুলটন। স্কয়ার লেগে রুবেল হোসেনের ক্যাচে পরিণত করেন নিউ জিল্যান্ড অধিনায়ক ম্যাককালামকে।

বুধবার সকালে বিপজ্জনক টেইলরকে স্লিপে নাসির হোসেনের ক্যাচে পরিণত করে দলকে চতুর্থ সাফল্য এনে দেন সাকিব। চা-বিরতির আগে শেষ ওভারে ডগ ব্রেসওয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে নিজের পঞ্চম উইকেটটি নেন সাকিব।

বাংলাদেশ সময়: ২০:২৯:৩২   ৪৭৮ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ