ক্ষতিপূরণ দাবিতে মহাসড়কে প্রতীকী অবস্থান

Home Page » জাতীয় » ক্ষতিপূরণ দাবিতে মহাসড়কে প্রতীকী অবস্থান
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



                বঙ্গ-নিউজ ডটকমঃ          rana-plaza-missil-bg20131024012831.jpgসাভার (ঢাকা) : ঢাকার সাভারে রানা প্লাজা ধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে পর্যায়ক্রমে বেলা ১২টা পর্যন্ত চলে মানববন্ধন, মিছিল, প্রতীকী অনশন ও সংবাদ সম্মেলন।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে- ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু এলাকার প্রদক্ষিণ করেন।

পরবর্তীতে শ্রমিকরা ধংসস্তুপের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ প্রতীক অবস্থান পালন করেন। সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ পরিশোধ করার দাবী জানানো হয়।

ধসে পড়া ভবনের ৫টি কারখানা থেকে লাভবান হওয়া ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে যে ২০টি ব্রান্ড গত ১২ সেপ্টেম্বর আইএলও আয়োজিত ক্ষতিপূরণ নির্ধারনের সভায় যোগদান করেনি জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অবিলম্বে তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া যে ৯টি ক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক, ষ্টোর ২১, মাস্কট, মাটালন, এল কোর্টে ইনগিস, কিক, লবলো, বন মারচে, ক্যামিউ জেনেভা বৈঠকে অংশগ্রহণ করে তাদেরকে ফেডারেশন ধন্যবাদ জানায়।

এ সময় সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, আজ রানা প্লাজা ধসের ৬ মাস পূর্ণ হলেও আহত, নিহত ও নিখোঁজের স্বজনেরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। তাই অবিলম্বে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের লস অব আনিং এর ভিত্তিতে কমপক্ষে ২৮ লক্ষ ও ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

এছাড়াও কর্মসূচি থেকে দুঃখ প্রকাশ করে উল্লেখ করা হয়- আহত, নিহত পরিবার এবং ক্ষতিগ্রস্থদের কিছু সহযোগীতা প্রদান করা হলেও কিছু নিহত-আহত পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি।

আহতদের অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। যাদের অনেকেই স্থায়ী অঙ্গহানি ঘটেছে। ফলে ক্ষতিপূরণ ছাড়া এসব শ্রমিক পরিবারের জীবন যাপন অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোসরেফা মিসু এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দেশের ৪০ লক্ষ গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরী ৮ হাজার টাকা করা না হলে শ্রমিকরা রাজপথে তার জবাব দেবে।

এছাড়া রানা প্লাজা ধসে ৬ মাস পার হলেও রানা প্লাজার খুনি ভবন মালিক, গার্মেন্ট মালিকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক বিচারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা।

তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ফৌজদারী দন্ডবিধি অনুযায়ী হত্যা মামলা দায়ের, তাজরীন ফ্যাশনের মালিককে গ্রেফতার ও বিচারসহ রানা প্লাজার নিহত, আহত ও ক্ষতিগ্রস্থ্ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনসহ গার্মেন্ট কারখানায় নিরাপদ ও স্বাস্থকর কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২০   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ