শেষদিনেও বড় পতন দিয়ে লেনদেন শুরু

Home Page » অর্থ ও বানিজ্য » শেষদিনেও বড় পতন দিয়ে লেনদেন শুরু
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



dse-cse20131023232920.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দুই কার্যদিবস সূচকের পতনের পর সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের বড় পতন প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
এদিন লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২৫ পয়েন্ট কমে লেনদেন শুরু হয়। এরপর ১০টা ৪০ মিনিটে ৫৬ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ৫৫ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৪১ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক প্র্রায় ৩৮ পয়েন্ট এবং বেলা ১১টায় ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৩ হাজার ৮৪৩ পয়েন্টে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৩৭৮ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসই’তে ১৫৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪০ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ৩১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই’তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৩০টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, মারেক স্পিনিং, আরগন ডেনিমস, জেএমআই সিরিঞ্জ, ডেল্টা লাইফ ইন্স্যরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, এনভয় টেক্সটাইল, মারিকো, পদ্মা অয়েল এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫১ পয়েন্ট কমে ৭ হাজার ৫৪৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট কমে ১০ হাজার ৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত সিএসই’তে লেনদেন হয়েছে মোট ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১১:৪৭:২৩   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ