বিজিবি বন্দরনগরীতে নেমেছে

Home Page » প্রথমপাতা » বিজিবি বন্দরনগরীতে নেমেছে
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩



bgb-bg201302280654492013102309465620131023223544.JPGবঙ্গ-নিউজ ডটকমঃ আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থান, মিছিল, সভা-সমাবেশে নিষেধাজ্ঞাসহ সংঘাতমুখর পরিস্থিতিতে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে বন্দরনগরীর মাঠে নেমেছে বিজিবি। এছাড়া নগরের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ও উপজেলায় বৃহস্পতিবার ভোর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১২০ জন বিজিবি সদস্য দামপাড়া পুলিশ লাইনে আসেন। সাড়ে ১০টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে বিজিবি সদস্যরা টহল দিতে শুরু করেছেন। নগর পুলিশের উপ কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বঙ্গনিউজকে বলেন, ‘সকাল ১০টায় ৬ প্লাটুন বিজিবি সদস্য আমরা পেয়েছি। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।’একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার তত্তাবধানে বিজিবি সদস্যরা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে তিনি জানান। এদিকে একই সময়ে জেলা পুলিশের চাহিদা মোতাবেক ১০ প্লাটুন বিজিবি সদস্যকে জেলা পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন করে মোট দু’শ বিজিবি সদস্যকে প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতার জন্য পাঠানো হয়েছে।চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বঙ্গনিউজকে বলেন, ‘আপাতত বিজিবি সদস্যরা স্ট্যান্ড বাই থাকবেন। আমরা নির্দেশ দেয়ার সঙ্গে সঙ্গে মুভ করবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে প্রায় ৬’শ অতিরিক্ত পুলিশ ফোর্স লালদিঘীর মাঠ ঘিরে সাতটি পয়েন্টে অবস্থান নিয়েছে। শিল্প পুলিশ ও এপিবিএন থেকে ৩০ জন করে ৬০ জন এবং রিজার্ভ ফোর্স থেকে ৫৪০ জন এনে প্রাথমিকভাবে তাদের অতিরিক্ত ফোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। একইভাবে ভোর ৬টা থেকে জেলা রিজার্ভ পুলিশ থেকে ৭’শ সদস্যকে অতিরিক্ত ফোর্স হিসেবে বিভিন্ন উপজেলায় মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে মহাসড়ককে গুরুত্ব দিয়ে সীতাকুন্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৫:৪৩   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ