ভারতে এবার প্রকৌশলীকে গণধর্ষণ

Home Page » বিশ্ব » ভারতে এবার প্রকৌশলীকে গণধর্ষণ
বুধবার, ২৩ অক্টোবর ২০১৩



rape_217946_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের হায়দারাবাদে এবার গণধর্ষণের শিকার হলেন একজন সফটওয়্যার প্রকৌশলী। ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই তরুণী একটি আইটি ফার্মে কর্মরত। অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার মধপুর থেকে একটি ভলবো বাসে করে রাত সাড়ে আটটার দিকে তরুণীকে অপহরণ করা হয়। তারপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে চারঘন্টা ঘোরাফেরা করা হয়। এরপর তেলাপুরের ওপেন মাইন্ড বির্লা স্কুলে একটি নির্জন স্থানে নিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। অবশেষে তাকে রাত আড়াইটার দিকে একটি হোস্টেলের কাছে ফেলে রেখে যাওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভি সতীশ (৩০) ও এন ভেঙ্কাটেসসরালুকে (২৮) দুই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

হায়দারাবাদ পুলিশ কমিশনার সিভি আনন্দ জানায়, ওই তরুণী একটি শপিং মলের কাছে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গ্রেফতার হওয়া একজন চালক তরুণী কোথায় যাবেন তা যানতে চান। পরে চল্লিশ রুপিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় গ্রেফতার হওয়া অপরজন যাত্রী বেসে গাড়ির পেছনে বসা ছিলেন। এরপর দুইজন মিলে তাকে ধর্ষণ করে। অপহরণের ছয়ঘন্টা পর তাকে একটি হোস্টেলের সামনে ফেলে রাখা হয়। তবে এই ধর্ষণের সঙ্গে আরো কয়েকজন জড়িত বেলে পুলিশ অনুমান করছে।

এর আগে দিল্লীতে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বজুড়ে সমালাচনার মুখে পড়ে ভারত। এই ঘটনায় চার ধর্ষককে ফাঁসি ঝুলায় আদালত।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৩   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ