আজ দিনাজপুর সফরে গেলেন শেখ হাসিনা

Home Page » জাতীয় » আজ দিনাজপুর সফরে গেলেন শেখ হাসিনা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৩



বঙ্গ নিউজ ডটকমঃআজ দুপুর ২টা ৫০মিনিটে দিনাজপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের গোরা শহীদ ময়দানের নিকটবর্তী একটি মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন দিনাজপুর সার্কিট হাউজে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেনdinajpur-120131022033250.jpg তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার আগে বেশ কিছু প্রকল্প উদ্বোধন এবং বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, জনসভাস্থল থেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বহুতল বিশিষ্ট ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৫শ’শয্যায় উন্নীতকরণ, মোহনপুরের আত্রাই নদীতে ও বোচাগঞ্জের টাঙন নদীতে রাবার ড্যাম, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীতকরণ, বোচাগঞ্জ আব্দুর রউফ চৌধুরী অডিটোরিয়াম, বিরল পৌরসভা ভবন, দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিনাজপুর সরকারি কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আটগাঁও দাখিল মাদ্রাসা, রাজুনিয়া উচ্চ বিদ্যালয়, হালজা উচ্চ বিদ্যালয় ও ওকড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, হাকিমপুর উপজেলা ফায়ার স্টেশন, স্বাধীনতা স্তম্ভ ও মুক্তিযুদ্ধে শহীদ আসাদুল্লাহ স্কোয়ার, বিরল মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্র, হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশন, সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ, বীরগঞ্জের গাঙর ব্রিজ, কাহারোল উপজেলা মৎস্য ভবন, সেতাবগঞ্জ পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীতকরণ, দিনাজপুর প্রেসক্লাব ভবন, কাঞ্চন থেকে বিরল পর্যন্ত ছয় কিলোমিটার ও বিরল থেকে বিরল বর্ডার পর্যন্ত নয় কিলোমিটার রেল লাইনকে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর এবং বোচাগঞ্জ উপজেলা ডাক বাংলো ভবন সহ মোট ৩৬টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রশাসনিক ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ভূমিহীন পরিবারের পুর্নবাসনের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, দিনাজপুর স্টেডিয়ামের সম্প্রসারিত ভবন, বিরল ফায়ার সার্ভিস স্টেশন, হাকিমপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও বীরগঞ্জের পাথরঘাটা নদীর উপর গাড়িরঘাট ব্রিজসহ আটটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বক্তৃতাশেষে বিকেল পৌনে পাঁচটার দিকে দিনাজপুর থেকে রওয়ানা হয়ে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা পোস্টার ও ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সর্বশেষ দিনাজপুরে এসেছিলেন শেখ হাসিনা। তবে চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই দিনাজপুরে তার প্রথম সফর।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৭   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ