৩০ কেজি সোনা উড়োজাহাজের টয়লেটে

Home Page » জাতীয় » ৩০ কেজি সোনা উড়োজাহাজের টয়লেটে
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৩



 

50_goldctg_040813.jpg     বঙ্গ-নিউজ ডটকমঃ         মঙ্গলবার বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ওই সোনা উদ্ধার করেন।

এপিবিএনের এএসপি ইকবাল হোসেন জানান, ভোরে দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজের টয়লেট পরিষ্কার করতে গিয়ে একটি প্যানের ভেতরে ওই স্বর্নের খোঁজ পান পরিচ্ছন্নতাকর্মীরা।পরে কাস্টমস কর্মকর্তা ও এপিবিএন সদস্যরা তা উদ্ধার করে।

তিনি বলেন, “২৮০টি বারে প্রায় ৩০ কোজি সোনা আছে বলে আমরা ধারণা করছি।”

গত কয়েক মাসে ঢাকা ও চট্টগ্রামের দুই বিমানবন্দরে সোনার বার উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটে।

গত ১ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়।

তার ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমান বন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।

গত অগাস্টে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্পোর্টস ব্যাগের ভেতরে থেকে ১৫৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৮ কেজি।

২০ অগাস্ট হংকং থেকে ঢাকা হয়ে কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়।

এর আগে গত ২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে।

তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।

আর গত ৬ জুলাই ঢাকায় কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫:২২:১০   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ