শুরু হয়েছে অকাল বর্ষণ!

Home Page » প্রথমপাতা » শুরু হয়েছে অকাল বর্ষণ!
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৩



jibon-sm999.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ শুরু হয়েছিল রোববার দুপুর থেকে। তারপর কেন জানি হঠাৎ উধাও হয়ে গেল। যারা বৃষ্টি দেখে উৎসুক হয়েছিলেন- তারা হতাশ। না আশাভঙ্গ না করিয়ে সোমবার দুপুর থেকেই শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির জেরে গুটিয়ে গেল ক্রিকেট খেলাও। সোম ও মঙ্গলবার এ দুদিনে ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এ দুদিনে সব চেয়ে বেশি হয়েছে ফেনীতে ৫৮ মিলিমিটার বৃষ্টি। সোমবার রাতের বৃষ্টিতে রাস্তায় সামান্য পানি জমেছে। মঙ্গলবার সকাল থেকে হয়েছে থেমে থেমে- তবে ঝিরি ঝিরি ভাবে। অবশ্য ক্যালেন্ডারে বর্ষা বিদায় নিয়েছে কয়েকদিন আগেই। আজ ‍৭ কার্তিক। তবু আকাশে মেঘ কেন। বর্ষা কী বিদায় হয়নি? ঢাকায় আবহাওয়া অফিসের কর্তব্যরত একজন আবহাওয়াবিদ বলেছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এই অকাল বর্ষা। তবে বিকেল কেটে যেতে থাকবে মেঘমাল্লা। যাইহোক এ বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন ঢাকার মানুষ। রাজধানীবাসীর তপ্ত হৃদয় খানিকটা হলেও জুড়িয়ে দিয়েছে। সাধারণত অক্টোবরের আট থেকে দশের মধ্যেই বিদায় নেয় বর্ষা। কিন্তু তার বদলে এ মাসের তৃতীয় সপ্তাহে শরতের নীল আকাশে পেজা পেজা তুলোমেঘের বদলে হাজির জলভরা মেঘ। অক্টোবরের প্রথম থেকেই মাঝে মধ্যেই আকাশের মুখ ভার। আকাশ কালো, তারপর বৃষ্টি। আবহবিদরা জানান, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মূল সময় কাল ধরা হয়। তবে কখনও সখনও এলাকা ভেদে কয়েকদিন এগিয়ে-পিছিয়ে বর্ষা নামে। যদিও হালের বছরগুলোতে বর্ষা নির্দিষ্ট সময় পার করে হাজির হচ্ছে।

বিদায়ের ক্ষেত্রেও তাই লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য সেপ্টেম্বরে একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, সর্বোপরি বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় পিলিন বর্ষাকে সময়ে বিদায় নিতে দেয়নি। বরং গত কয়েক বছরের তুলনায় বেশ কিছুটা লম্বাই হয়েছে বর্ষণ।

তবে পিলিনের রেশ কাটতে না কাটতেই আর একটি নিম্নচাপ হয়েছে। তার ফলেই বর্ষা বিদায় নিলেও বৃষ্টি বিদায় নেয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:২১   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ