একটা সংবাদ সম্মেলন আছে। সেখানে বলব।”

Home Page » প্রথমপাতা » একটা সংবাদ সম্মেলন আছে। সেখানে বলব।”
রবিবার, ২০ অক্টোবর ২০১৩



প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে সোমবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বিরোধীদলীয় khaleda-min.jpgনেতা খালেদা জিয়া।নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না- এই ঘোষণা দিয়ে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপিপন্থী পেশাজীবীদের সম্মেলনে তিনি বলেন, সংবাদ সম্মেলনেই তিনি বিস্তারিত তুলে ধরবেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, “আজ সব কথা বলব না। কাল একটা সংবাদ সম্মেলন আছে। সেখানে বলব।”

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতির উদ্দেশে বক্তব্য নিয়ে বিকাল ৪টায় বনানীতে হোটেল সেরিনায় সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। এতে তিনি দেশের বর্তমান পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবেন।

আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আওয়ামী লীগ নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন চাইলেও বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে রয়েছে।

এর মধ্যেই গত শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান থেকে কিছুটা সরে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব বিরোধী দলকে দেন।

ওই সরকার গঠনের জন্য সংসদ সদস্যদের মধ্য থেকে নাম প্রস্তাব করতে বিএনপির প্রতি আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দেয়ার পর বিরোধীদলীয় নেতা শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রোববার রাতে তিনি বৈঠকে বসছেন জোট নেতাদের সঙ্গে।

সবার সঙ্গে আলোচনার পরই সোমবার সংবাদ সম্মেলনে যাচ্ছেন খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রীর প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করেই রোববার দেয়া বক্তব্যে তিনি বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর ফলে এখন আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে শেখ হাসিনার সরকার এবং সংসদ বহাল থাকবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিরোধী দল।

সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে আগামী ২৫ অক্টোবর দুই প্রধান দলই ঢাকায় জনসভা ডাকায় জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

ওই উৎকণ্ঠার মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলে তা ইতিবাচক দৃষ্টিতে দেখেন রাজনৈতিক অঙ্গনের অনেকে।

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী দলের কয়েকজন নেতা বলেন, নির্বাচনকালে সরকার প্রধান কে হবেন, তাসহ অনেক কিছুই এই প্রস্তাবে স্পষ্ট হয়নি।

খালেদা জিয়া আগে থেকে বলে আসছেন, নির্বাচনকালীন সরকারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তিনি মেনে নেবেন না।

অন্যদিকে আওয়ামী লীগের একাধিক নেতা বলে আসছেন, সরকারপ্রধান শেখ হাসিনাই থাকবেন।

পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ শনিবার এক সভায় বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে বিরোধী দলকে অংশ নেয়ার সুযোগ দেয়ার কোনো বাধ্যবাধকতা না থাকার পরও আওয়ামী লীগ সে সুযোগ দিচ্ছে। সরকারপ্রধানের দায়িত্বে শেখ হাসিনাই থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৭   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ