মওদুদ-ফখরুলসহ বিএনপির ৮ নেতা কারাগারে

Home Page » জাতীয় » মওদুদ-ফখরুলসহ বিএনপির ৮ নেতা কারাগারে
সোমবার, ৮ এপ্রিল ২০১৩



politicalarrest-moududahmed3.JPGপুলিশের করা সাতটি মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি শীর্ষ পর্যায়ের আট নেতাকে।

অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার দুপুরের পর এই আট নেতা ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

তাদের সঙ্গে আবেদন করেন অন্য মামলায় কারাগারে থাকা যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীও। আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সাতটি মামলায় তিন হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানানো হয় বলে বিএনপি নেতাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান।

শুনানির পর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান, মোহাম্মদ সাইফুর রহমান ও আসাদুজ্জামান নূর জামিনের সব আবেদন খারিজ করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মওদুদ জামিনের আবেদনে তার চিকিৎসার বিষয়টি উল্লেখ করে বিমান টিকিটও দেখিয়েছিলেন।

জামিনের আবেদন নাকচ হওয়ার পর বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে।

এই সাতটি মামলার মধ্যে তিনটিতে ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলা তিনটির মধ্যে দুটি পল্টন থানার এবং একটি শাহজাহানপুর থানার।

গত ২ মার্চ বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষ এবং গাড়িতে আগুন ও ভাংচুরের অভিযোগে মামলাগুলো হয়।

পল্টন থানায় দ্রুতবিচার আইনে করা মামলায় ফখরুল, মওদুদ, গয়েশ্বর, আমান, নোমান, আলালসহ ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেয় পুলিশ।

একই থানার অন্য মামলায় মওদুদ, গয়েশ্বর, আব্বাস, আমান, আলালসহ ৪৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

শাহাজাহানপুর থানায় দায়ের করা মামলায় ফখরুল, মওদুদ, আব্বাস, নোমান, আলালসহ ২৩ জনের বিরুদ্ধে দেয়া হয় অভিযোগপত্র।

বাংলাদেশ সময়: ১:৩০:৩৭   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ