রবিবার, ১৩ অক্টোবর ২০১৩

৫৫ ফুট লম্বা চুল!

Home Page » এক্সক্লুসিভ » ৫৫ ফুট লম্বা চুল!
রবিবার, ১৩ অক্টোবর ২০১৩



55fthumbnail.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আশা ম্যান্ডেলার চুল প্রায় ৫৫ ফুট লম্বা। দীর্ঘ ২৫ বছর ধরে এই দীর্ঘ চুলের লালন করে আসছেন তিনি।এতো কষ্ট করে এতো লম্বা চুলগুলো লালন-পালন করার স্বীকৃতিও পেয়েছেন আশা। বিশ্বের সবচেয়ে লম্বা কেশবতীর খেতাব পেয়েছেন তিনি। ইতোমধ্যেই গিনেস বুকে উঠেছে তার নাম। তার চুল ধুঁতে আর শুকাতে দুদিন লাগে বলে জানিয়েছেন কেশবতী আশা ম্যান্ডেলা।

বাংলাদেশ সময়: ২০:৫৯:০৬   ১১৬৭ বার পঠিত