ফুলটনকে ফিরিয়েছেন সোহাগ গাজী

Home Page » ক্রিকেট » ফুলটনকে ফিরিয়েছেন সোহাগ গাজী
রবিবার, ১৩ অক্টোবর ২০১৩



5259ab7b8a62e-untitled-10.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের চর্তুথ দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। তবে দিন শেষে ৮৫ রানে এগিয়ে থেকে পঞ্চম ও শেষ দিনে ব্যাট হাতে নেমেছে কিউইরা। এদিন পিটার ফুলটন ও কেন উইলিয়ামসনের জুটি ভেঙেছেন সোহাগ গাজী। ব্যক্তিগত ৫৯ রানে সাজঘরে ফেরেন ফুলটন। রোববার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ ম্যাচ। কিউইদের পক্ষে ব্যাট করছেন কেন উইলিয়ামসন। অপর প্রান্তে নেমেছেন রস টেলর। এর আগে শনিবার খেলা শেষে শতক হাঁকানো গোহাগ গাজী বলেন, আমরা ম্যাচটি জয়ের জন্য চেষ্টা করবো। সোহাগ গাজী বলেন, আগামীকাল (রোববার) তাড়াতাড়ি তাদের (নিউজিল্যান্ড) সবগুলো উইকেট তুলে নেওয়াই হবে আমাদের কাজ।

স্কোর
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৪৬৯ ও দ্বিতীয় ইনিংস ১৬৪/২, ওভার ৬২
বাংলাদেশ: প্রথম ইনিংস ৫০১

ক্যারিয়ারের প্রথম শতক নিয়ে ভীষন উচ্ছ্বসিত এ ক্রিকেটার বললেন, ভাল লেগেছে।আসলে জাতীয় লীগে যেভাবে খেলে থাকি এখানেও সেভাবেই খেলেছি। আর্ন্তজাতিক ক্রিকেটে আমার প্রথম ফিফটির পর একটু আবেগতাড়িত ছিলাম। আর সেঞ্চুরির আনন্দ অনুভূতি একেবারেই অন্যরকম।

এদিকে বৃষ্টির কারণে জয়ের সম্ভাবনা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। তিনি বলেন, আমাদের দারুন সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে গেছে। দিনের বাকি সময় খেলতে পারলে আমরা অনেক এগিয়ে যেতাম।

কিউই এ বোলার বলেন, ভালো কিছু করতে পারলে এখনো জয় সম্ভব। সকালে (রোববার) দ্রুত রান তুলে, ইনিংস ঘোষণা করার চিন্তা রয়েছে। বৃষ্টি না হলে আজই অনেক এগিয়ে যেতাম। তারপরও রোববার একটা চান্স নেওয়ার চেষ্টা করব আমরা।

১৬১ বলে ১০১ রান সংগ্রহকারী বাংলাদেশ দলের অফস্পিনার সোহাগ গাজীর প্রশংসা করেন বাঁ-হাতি এ কিউই পেসার।

কিউইদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন পিটার ফুলটন (৪৪) ও কেন উইলিয়ামসন (২৮)। এর আগে নাসির হোসেনের বলে ৩২ রানে সাজঘরে ফিরেন রাদারফোর্ড। দ্বিতীয় ইনিংসে ব্ল্যাক ক্যাপসদের হাতে রয়েছে ৯ উইকেট।

চতুর্থ দিনে লাঞ্চ বিরতি পর ১০ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে ৫০১ রান করে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে কিউইদের দেওয়া ৪৬৯ রানের লক্ষ্য ব্যাট করে ৩২ রানের লিড নেয় বাংলাদেশ। ব্যাট হাতে মমিনুলের ১৮১ রানের সঙ্গে সোহাগ গাজীও তার প্রথম শতক পূর্ণ করেন।

তিন ওভার বাউন্ডারি ও ১০ বাউন্ডারি হাকিয়ে ১০১ রান করেন সোহাগ গাজী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে সোহাগ গাজীর। রবিউলকে সঙ্গে নিয়ে ১০৪ রানে পার্টনারশিপ করেন গাজী।

লাঞ্চ বিরতির পর প্রথম ওভারে ব্যাক্তিগত ৩৩ রানে আউট হন রবিউল ইসলাম। ডগ ব্রাসওয়েলের বলে টেইলরের কাছে বল তুলে দেন রবিউল। রুবেল হোসেন করেন চার রান।

আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এছাড়া টাইগারদের সঙ্গে ৩টি একদিনের ম্যাচেও মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। খেলাগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর এবং ৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২১   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ